Wednesday, August 20, 2025

জেলা সফরে ভাষা-সন্ত্রাসের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী, বীরভূম থেকে শুরু

Date:

কেন্দ্রের বিজেপি সরকারের প্ররোচনায় ডবলইঞ্জিন রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর লাগাতার অত্যাচার নিপীড়ন এবং তাদের বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। সোমবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তিনি জানিয়েছেন, ২৭ জুলাই থেকে রাজ্যজুড়ে এর বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল। মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, এই প্রতিবাদ কর্মসূচি ছাড়াও তিনি যেখানে যেখানে জেলা সফরে যাবেন সেখানেই বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে মিছিল করবেন। ২৭ এবং ২৮ জুলাই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে বীরভূম যাবেন মমতা। সেখানেও একই ধরনের কর্মসূচি নেওয়া হবে।

২৭ তারিখ নানুর দিবসেই বীরভূম (Birbhum) যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে জয়দেবে অজয় নদের উপর সেতুর উদ্বোধন করবেন তিনি। স্থানীয়দের দাবি মেনে বীরভূম ও পশ্চিম বর্ধমানের দুই খ্যাতনামা সাধক শিল্পী কবি জয়দেব ও নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের নাম অনুসারে সেতু নাম ‘জয়দেব-নীলকণ্ঠ সেতু’ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু সেতুর উদ্বোধন নয়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক অফিস ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ভবনের উদ্বোধনও হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, ২৭ এবং ২৮ জুলাই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে বীরভূম যাবেন। সেখানেও একই ধরনের কর্মসূচি নেওয়া হবে।
আরও খবরঅসংবিধানিক-বেআইনি: বাংলায় বিষয়ে ডবলইঞ্জিন সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠলেন মমতার

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version