দক্ষিণ ২৪ পরগনার পুজালি থানার দুর্গাপুর পশ্চিমপাড়ায় পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারার ঘটনায় দোষী সাব্যস্ত হলেন স্বামী শেখ আব্বাস ওরফে কালো। মঙ্গলবার আলিপুর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক (Alipore District Fastrack Court)আদালত তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি আদালত তাঁকে ১ লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে। জরিমানা না দিলে অতিরিক্ত ছ’মাস কারাদণ্ড ভোগ করতে হবে শেখ আব্বাস ওরফে কালোকে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ জুন হলদিয়া ডকের অয়েল ট্যাঙ্কার চালক অভিযুক্ত শেখ আব্বাস তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারেন বলে অভিযোগ। খবর পেয়ে নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু, এই নৃশংস হামলায় তাঁর স্ত্রীর মুখ ও চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকদের মতে, অ্যাসিড হামলার কারণে তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন। এদিকে, ঘটনার পর থেকেই শেখ আব্বাস এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওইদিনই গৃহবধূর ভাই পুজালি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৬এ ধারায় মামলা রুজু করে পুলিশ। ঘটনার তিনদিন পর, ২৭ জুন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
তদন্তের পর ২০২৪ সালের ১৭ আগস্ট চার্জশিট জমা দেয় পুলিশ। পরবর্তীতে ২২ নভেম্বর একটি সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করা হয় আদালতে। মামলায় একাধিক প্রত্যক্ষদর্শীর জবানবন্দি, তদন্তকারীদের রিপোর্ট এবং চিকিৎসকদের মেডিক্যাল রিপোর্ট পেশ করা হয়। অবশেষে সোমবার আদালত শেখ আব্বাসকে দোষী সাব্যস্ত করে। সাজা ঘোষণা হয় মঙ্গলবার। আদালতের রায়ের পর কিছুটা স্বস্তি পেয়েছে নির্যাতিতার পরিবার।
আরও পড়ুন – অসংবিধানিক-বেআইনি: বাংলায় বিষয়ে ডবলইঞ্জিন সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠলেন মমতার
_
_
_
_
_
_
_
_
_
_
_