ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারেও (Manchester) টস হার শুভমন গিলের (Shubman Gill)। তবে এদিন সবচেয়ে বেশি সকলের নজর ছিল ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে তিন বদল। সেইসঙ্গে এই ম্যাচেই অভিষেক হল ২৪ বর্ষীয় অনসুল কম্বোজেরও (Anshul Kamboj)। ম্যাচের আগের দিনই সেই বার্তা পাওয়া গিয়েছিল শুভমন গিলের থেকে। এদিন অনসুল কম্বোজের (Anshul Kamboj) মাথায় উঠল ডেবিউ ক্যাপ।

একইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন করুণ নায়ার। তাঁর জায়গায় সাই সূদর্শনকেই (Sai Sudarshan) দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একইসঙ্গে এই ম্যাচে ভারতীয় দলে এলেন শার্দূল ঠাকুর। প্রথম ম্যাচে খারাপ পারফরম্যান্সের পর শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) বসানোর সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু চোট আঘাতের যন্ত্রনায় শেষপর্যন্ত তাঁকেই ফের দলে নিতে হয়েছে।

এই ম্যাচের আগেই ভারতীয় দলের একের পর এক চোট আঘাতের ধাক্কা। আকাশদীপ থেকে নীতিশ রেড্ডিরা ছিটকে গিয়েছেন। সেই জায়গাতেই কারা খেলবেন তা নিয়ে চলছিল জোর জল্পনা। অনসুল কম্বোজকে (Anshul Kamboj) খেলানোর কথা আগেই জানিয়েছিলেন শুভমন গিল। একটানা ব্যর্থ হওয়ার পর এবার করুন নায়ারকেও বসানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

তবে এই ম্যাচেও টস হারাটা কিন্তু খানিকটা চাপে রাখবে ভারতকে। টসে হেরে ব্যাটিং পেয়েছে। ম্যাঞ্চেস্টারের মেঘলা আবহাওয়ায় ইংল্যান্ডের বোলাররা যে বাড়তি সুবিধা পাবে তা বলার অপেক্ষা রাখে না।

–

–

–

–

–

–

–
–
–
–
–