Sunday, November 2, 2025

অবশেষে বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার প্রতিবাদে পথে নামল বামেরা

Date:

অবশেষে বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থা নিয়ে পথে নামল বামেরা (Left)। এর আগে বাংলার বকেয়া নিয়ে রাজ্যের শাসকদলের সুরেই মোদি সরকারের সমলোচনা করে বামেরা। এবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পথে নেমে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদ করেছেন, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন, তখন বিলম্বিত বোধদয় বাম নেতৃত্বের।

নির্বাচনে শূন্য থেকে মহাশূন্য মিলিয়ে যাচ্ছে CPIM তথা বামেরা। যে ৩-৪ শতাংশ ভোট অবশিষ্ট আছে তা বাঁচাতে এবার রাস্তায় নামতে হল মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রবীন দেবদের। কারণ, ডবলইঞ্জিনের সরকারের রাজ্যে শুধু বাংলাভাষী হওয়ায় হেনস্থার শিকার হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। বৈধ নথি দেখালেও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এরকম একটি স্পষ্টকাতর বিষয় নিয়েও যদি প্রতিবাদে না নামে, তাহলে ওই কয়েকহাজার ভোটও ধরে রাখা যাবে বলে মত রাজনৈতিক মহলের।

দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী বিশেষত খেটে খাওয়া মানুষের উপর আরএসএস-বিজেপি বাহিনীর আক্রমণ, বিজেপি শাসিত রাজ্যে খেটে খাওয়া শ্রমিকদের অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া, অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বাংলাভাষী মানুষদের সম্পর্কে বিকৃত ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে বুধবার বিকেলে বামপন্থী (Left) দলগুলির প্রতিবাদ মিছিল নামে। ধর্মতলার লেনিন মূর্তি থেকে রামলীলা পার্ক পর্যন্ত মিছিলে হাঁটেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব-সহ নেতৃত্ব। তবে, এদিনও পথে নামতে হল প্রবীণদের।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version