রাজনৈতিকদলগুলির হাতের পুতুল হয়ে যাচ্ছেন অভয়ার বাবা-মা! কখনও বিজেপির মিছিলে হাঁটছেন, কখনও পৌঁছে যাচ্ছেন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের সদর কার্যালয়ে। বুধবার অভয়ার মা-বাবা দেখা করেন সিপিআইএমের (CPIM) রাজ্য নেতৃত্বের সঙ্গে। ছিলেন সিপিআইএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ নেতৃত্বের সঙ্গে।
গত বছর ৯ অগাস্ট রাতে কর্তব্যরত অবস্থায় আর জি কর হাসপাতালে নৃশংস ধর্ষণ-খুনের শিকার হন এক চিকিৎসক-পড়ুয়া। যা নিয়ে উত্তাল হয় সারারাজ্য-সহ দেশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু পরিবার পুলিশি তদন্তে অনাস্থা দেখিয়ে সিবিআই তদন্তের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়।ম আদালতের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তদন্ত শুরু করার পরে যে সঞ্জয় রাইকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল, তাকেই মূল অভিযুক্ত হিসেবে চার্জশিট জমা দেয় সিবিআই। শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত হয় সঞ্জয তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু এখন আবার CBI তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন মৃতার মা-বাবা। তাঁদের দাবি ঠিকমতো কাজ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সং স্থা। তাঁদের মানসিক অস্থিরতা ও আবেগকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আর তাদের হাতের পুতুল হয়ে একবার বিজেপির মিছিলে হাঁটছেন অভয়ার মা-বাবা। আবার কখনও গিয়ে দেখা করছেন মহম্মদ সেলিমের সঙ্গে। রাজনৈতিক মহলের মতে বিরোধী রাজনৈতিক টানাপোড়নের শিকার হচ্ছেন মৃতার পরিবার। সামনে বিধানসভা নির্বাচনের আগে তাদেরকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
–
‘
–
–
–
–
–
–
–
- –