মোদি সরকারের দীর্ঘ টালবাহানার পরে অপারেশন সিন্দুর ইস্যুতে আগামী সপ্তাহে সংসদে লোকসভায় এবং রাজ্যসভায় আলোচনা হবে স্থির হয়েছে। বুধবার উপদেষ্টা কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবিরের এককাট্টা অবস্থানের সামনে কার্যত মাথা নোয়াতে বাধ্য হয়েছে মোদি সরকার।
তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন অবশ্য সাফ জানিয়েছেন, আমাদের প্রথম অগ্রাধিকার নিবিড় ভোটার তালিকা সংশোধন ও বিজেপির ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনায়। আজ বৃহস্পতিবারই সংসদে এই আলোচনা শুরু হোক। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ইস্তফার পর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বুধবার ১২.৩০ নাগাদ উপদেষ্টা কমিটির বৈঠক ডাকেন। চাপে পড়েই সরকার আগামী সপ্তাহে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে বলে স্থির করেছে। সোমবার লোকসভায় এবং মঙ্গলবার রাজ্যসভায় সিন্দুর ইস্যুতে আলোচনা হবে। আলোচনার জন্য ১৬ ঘন্টা ধার্য করেছে মোদি সরকার। বৈঠকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ব্রায়েন, কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ, আপের সঞ্জয় সিং ও ডিএমকে ত্রিচূড়াশিভাকে কেন্দ্রের তরফে ডাকা হয়েছিল। উপদেষ্টা কমিটির বৈঠকে নিয়ে য়ে ভাবে মোদি সরকারের টালবাহানা করেছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে বৈঠকে তুলে ধরে বিরোধী শিবির।
_
_
_
_
_
_
_
_
_
_
_
_