Wednesday, August 20, 2025

শুরুটা ভাল হলেও মিডল অর্ডারে পরপর উইকেট খুইয়ে দিনের শেষে খানিকটা চাপে ভারত(India)। ম্যাঞ্চেস্টারে প্রথম দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ২৬৪। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং শার্দূল ঠাকুর (Shardul Thakur)। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলতে এই দুই ব্যাটারের দিকেই এখন তাকিয়ে গোটা দেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনসটাই যে ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রথম দিনের শেষে ভারতের হয়ে সর্বোচ্চ রান সাই সুদর্শনের।

এদিন টস জিতে ভারতকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। ম্যাঞ্চেস্টারের মেঘলা আবহাওয়ার সুযোগটাই নিতে চেয়েছিলেন তারা। যদেও সেখানে শুরুটা কেল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বেশ ভালো ভাবেই করেছিল। লাঞ্চ বিরতির আগে পর্যন্ত কোনও উইকেট খোয়ায়নি ভারত।

কিন্তু বিরতির পরই কেএল রাহুল ফেরেন ৪৬ রানে। অর্ধশতরান পেলেও সেটা সেঞ্চুরি ইনিংসে বদলাতে পারেননি যশস্বীও(Yashasvi Jaiswal)। তিনি ৫৮ রানে ফিরতেই বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেইসঙ্গে এই ইনিংসে ব্যর্থ শুভমন গিল। আঙুলে চোট রিটায়ার হার্ট নিতে হয় ঋষভ পন্থকেও। তবে সাই সূদর্শন (Sai Sudarshan) বেশ কিছুক্ষণ চেষ্টা চালান।

একটা সময় তাঁর আর জাদেজার পার্টনারশিপটা ইংল্যান্ডকে খানিক্ষণ চাপে ফেলেছিল। কিন্তু প্রথম দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগেই বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় এই তরুণ ক্রিকেটারকেও। এদিন ভারতের হয়ে সর্বোচ্চ ৬১ রান তাঁর ঝুলিতেই। দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ২৬৪।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version