Saturday, August 23, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে সংসদে কেন্দ্রকে আক্রমণ দেবের! প্রশ্নের জবাবে অস্বস্তিতে কেন্দ্র

Date:

Share post:

ঘাটালের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্র সরকারের নির্লিপ্ত ভূমিকা নিয়ে সংসদে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে তিনি সরাসরি অভিযোগ করেন—এই প্রকল্পের প্রতি কেন্দ্রের কোনও সদিচ্ছা নেই, এবং বাংলার মানুষকে নিয়মিতভাবে ঠকিয়ে চলেছে কেন্দ্র।

সাংসদ দেব জলশক্তি মন্ত্রকের কাছে লিখিতভাবে জানতে চেয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, বিশ্বব্যাঙ্ক অথবা অন্যান্য আর্থিক সংস্থার সঙ্গে অর্থ জোগাড় করতে কি আদৌ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্র? যদি করে থাকে, তবে তা বিস্তারিতভাবে সংসদের সামনে তুলে ধরতে হবে।

এছাড়াও, তিনি সোজাসুজি প্রশ্ন তোলেন—ঘাটালের মতো বন্যাপ্রবণ এলাকার জন্য এত গুরুত্বপূর্ণ প্রকল্পটির জন্য কেন্দ্রীয় বাজেটে কোনও অর্থ বরাদ্দ করা হল না কেন? এর পিছনে আদতে কী কারণ রয়েছে? এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী রাজভূষণ চৌধুরী। বরং বিভ্রান্তিকর ও ঘুরপথে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তিনি।

দেবের প্রশ্নে সংসদে একেবারে অস্বস্তিতে পড়ে যায় কেন্দ্র। ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি এমন উদাসীনতা নিয়ে রাজ্য রাজনীতিতেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেব স্পষ্টভাবে জানান, ঘাটাল মাস্টার প্ল্যান এখন শুধুই নথিতে সীমাবদ্ধ। বাস্তবে তার কোনও অগ্রগতি নেই, আর কেন্দ্র শুধু প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে।

তৃণমূলের অভিযোগ, বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলিকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখছে কেন্দ্র। আর ঘাটালের মতো প্রকল্প তার অন্যতম উদাহরণ। সংসদে দেবের জোরালো অবস্থান সেই দাবিকেই আরও জোরালো করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন – অতীন-শান্তনু গোলমালে উত্তপ্ত সিঁথি, বহিরাগত এনে অশান্তির অভিযোগ শান্তনুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...