Sunday, November 16, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে সংসদে কেন্দ্রকে আক্রমণ দেবের! প্রশ্নের জবাবে অস্বস্তিতে কেন্দ্র

Date:

ঘাটালের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্র সরকারের নির্লিপ্ত ভূমিকা নিয়ে সংসদে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে তিনি সরাসরি অভিযোগ করেন—এই প্রকল্পের প্রতি কেন্দ্রের কোনও সদিচ্ছা নেই, এবং বাংলার মানুষকে নিয়মিতভাবে ঠকিয়ে চলেছে কেন্দ্র।

সাংসদ দেব জলশক্তি মন্ত্রকের কাছে লিখিতভাবে জানতে চেয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, বিশ্বব্যাঙ্ক অথবা অন্যান্য আর্থিক সংস্থার সঙ্গে অর্থ জোগাড় করতে কি আদৌ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্র? যদি করে থাকে, তবে তা বিস্তারিতভাবে সংসদের সামনে তুলে ধরতে হবে।

এছাড়াও, তিনি সোজাসুজি প্রশ্ন তোলেন—ঘাটালের মতো বন্যাপ্রবণ এলাকার জন্য এত গুরুত্বপূর্ণ প্রকল্পটির জন্য কেন্দ্রীয় বাজেটে কোনও অর্থ বরাদ্দ করা হল না কেন? এর পিছনে আদতে কী কারণ রয়েছে? এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী রাজভূষণ চৌধুরী। বরং বিভ্রান্তিকর ও ঘুরপথে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তিনি।

দেবের প্রশ্নে সংসদে একেবারে অস্বস্তিতে পড়ে যায় কেন্দ্র। ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি এমন উদাসীনতা নিয়ে রাজ্য রাজনীতিতেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেব স্পষ্টভাবে জানান, ঘাটাল মাস্টার প্ল্যান এখন শুধুই নথিতে সীমাবদ্ধ। বাস্তবে তার কোনও অগ্রগতি নেই, আর কেন্দ্র শুধু প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে।

তৃণমূলের অভিযোগ, বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলিকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখছে কেন্দ্র। আর ঘাটালের মতো প্রকল্প তার অন্যতম উদাহরণ। সংসদে দেবের জোরালো অবস্থান সেই দাবিকেই আরও জোরালো করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন – অতীন-শান্তনু গোলমালে উত্তপ্ত সিঁথি, বহিরাগত এনে অশান্তির অভিযোগ শান্তনুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version