Sunday, November 16, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে সংসদে কেন্দ্রকে আক্রমণ দেবের! প্রশ্নের জবাবে অস্বস্তিতে কেন্দ্র

Date:

ঘাটালের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্র সরকারের নির্লিপ্ত ভূমিকা নিয়ে সংসদে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে তিনি সরাসরি অভিযোগ করেন—এই প্রকল্পের প্রতি কেন্দ্রের কোনও সদিচ্ছা নেই, এবং বাংলার মানুষকে নিয়মিতভাবে ঠকিয়ে চলেছে কেন্দ্র।

সাংসদ দেব জলশক্তি মন্ত্রকের কাছে লিখিতভাবে জানতে চেয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, বিশ্বব্যাঙ্ক অথবা অন্যান্য আর্থিক সংস্থার সঙ্গে অর্থ জোগাড় করতে কি আদৌ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্র? যদি করে থাকে, তবে তা বিস্তারিতভাবে সংসদের সামনে তুলে ধরতে হবে।

এছাড়াও, তিনি সোজাসুজি প্রশ্ন তোলেন—ঘাটালের মতো বন্যাপ্রবণ এলাকার জন্য এত গুরুত্বপূর্ণ প্রকল্পটির জন্য কেন্দ্রীয় বাজেটে কোনও অর্থ বরাদ্দ করা হল না কেন? এর পিছনে আদতে কী কারণ রয়েছে? এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী রাজভূষণ চৌধুরী। বরং বিভ্রান্তিকর ও ঘুরপথে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তিনি।

দেবের প্রশ্নে সংসদে একেবারে অস্বস্তিতে পড়ে যায় কেন্দ্র। ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি এমন উদাসীনতা নিয়ে রাজ্য রাজনীতিতেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেব স্পষ্টভাবে জানান, ঘাটাল মাস্টার প্ল্যান এখন শুধুই নথিতে সীমাবদ্ধ। বাস্তবে তার কোনও অগ্রগতি নেই, আর কেন্দ্র শুধু প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে।

তৃণমূলের অভিযোগ, বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলিকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখছে কেন্দ্র। আর ঘাটালের মতো প্রকল্প তার অন্যতম উদাহরণ। সংসদে দেবের জোরালো অবস্থান সেই দাবিকেই আরও জোরালো করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন – অতীন-শান্তনু গোলমালে উত্তপ্ত সিঁথি, বহিরাগত এনে অশান্তির অভিযোগ শান্তনুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version