Friday, August 22, 2025

গান লেখেন, সুর দেন। তাঁর গানের অ্যালবাম গোল্ডেন ডিক্স পেয়েছে। গান জানলেও মঞ্চে গাইতে চান না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, বৃহস্পতিবার, ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক সম্মান ২০২৫’ অনুষ্ঠানের মঞ্চে রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) অনুরোধে গাইতে হল তাঁকে। আর মাইক হাতে নিয়েই ম্যাজিক। মমতার গানে মাতল অনুষ্ঠান।

গান (Song) তাঁর খুবই প্রিয় বিষয়- বারবার সেখান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব অনুষ্ঠানের জন্যেই গান লিখেছেন-সুর দিয়েছেন তিনি। একবার পুজোর গানের অ্যালবামে গানও (Song) গেয়েছেন তিনি। তবে, অহরহ মিটিং, সভা, ভাষণ, সাক্ষাৎকারের কারণে গলায় চাপ পড়ে। সেই কারণে মঞ্চে গান গাইতে অনুরোধ করলেও, হাসি মুখে তা এড়িয়ে যেতে চান মমতা। এদিন ‘মহানায়ক সম্মান’ প্রদানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে গাইতে অনুরোধ করেন ইন্দ্রনীল।

মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী জানান, ইন্দ্রনীলকে তাঁর সঙ্গে গাইতে হবে। এর পরেই মন্ত্রী-গায়ক ‘দেয়া-নেয়া’ ছবির বিখ্যাত “গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি” গানটি শুরু করেন। গলা মেলান মমতা। তার পর শেষে নিজেই গান- “মনে রেখো, মনে রেখো, তার এই শেষ গান…“। করতালিতে ফেটে পড়ে ধনধান্য স্টেডিয়াম। মমতা যখন মঞ্চ ছেড়ে নেমে যাচ্ছেন, তখন সেই হাততালির রেশ থামেনি।
আরও খবরসিরিয়ালে ‘গুন্ডামি’ দেখানো বন্ধের পরামর্শ মুখ্যমন্ত্রীর, জোর বাংলা গানের উপর

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version