গান লেখেন, সুর দেন। তাঁর গানের অ্যালবাম গোল্ডেন ডিক্স পেয়েছে। গান জানলেও মঞ্চে গাইতে চান না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, বৃহস্পতিবার, ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক সম্মান ২০২৫’ অনুষ্ঠানের মঞ্চে রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) অনুরোধে গাইতে হল তাঁকে। আর মাইক হাতে নিয়েই ম্যাজিক। মমতার গানে মাতল অনুষ্ঠান।
গান (Song) তাঁর খুবই প্রিয় বিষয়- বারবার সেখান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব অনুষ্ঠানের জন্যেই গান লিখেছেন-সুর দিয়েছেন তিনি। একবার পুজোর গানের অ্যালবামে গানও (Song) গেয়েছেন তিনি। তবে, অহরহ মিটিং, সভা, ভাষণ, সাক্ষাৎকারের কারণে গলায় চাপ পড়ে। সেই কারণে মঞ্চে গান গাইতে অনুরোধ করলেও, হাসি মুখে তা এড়িয়ে যেতে চান মমতা। এদিন ‘মহানায়ক সম্মান’ প্রদানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে গাইতে অনুরোধ করেন ইন্দ্রনীল।
মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী জানান, ইন্দ্রনীলকে তাঁর সঙ্গে গাইতে হবে। এর পরেই মন্ত্রী-গায়ক ‘দেয়া-নেয়া’ ছবির বিখ্যাত “গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি” গানটি শুরু করেন। গলা মেলান মমতা। তার পর শেষে নিজেই গান- “মনে রেখো, মনে রেখো, তার এই শেষ গান…“। করতালিতে ফেটে পড়ে ধনধান্য স্টেডিয়াম। মমতা যখন মঞ্চ ছেড়ে নেমে যাচ্ছেন, তখন সেই হাততালির রেশ থামেনি।
আরও খবর: সিরিয়ালে ‘গুন্ডামি’ দেখানো বন্ধের পরামর্শ মুখ্যমন্ত্রীর, জোর বাংলা গানের উপর
–
–
–
–
–
–
–
–
–
–
–