আকাশ আতঙ্কে নয়া নাম জুড়লে ইতালির। ব্রেসিয়ায় বড় বিমান দুর্ঘটনা (tragic aviation accident in Itally)। উড়ানের কিছু সময়ের মধ্যেই আকাশ থেকে গোঁত্তা খেয়ে হাইওয়ের উপর ভেঙে পড়ল একটি এয়ারক্র্যাফট। প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর মিলেছে। মৃতরা হলেন ৭৫ বছর বয়সী আইনজীবী সার্জিও রাভাগলিয়া (Sergio Ravaglia) এবং তার ৫৫ বছর বয়সী স্ত্রী আনা মারিয়া ডি স্টেফানো। গুরুতর জখম আরও ২। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

বুধবার উত্তর ইতালির ব্রেসিয়ার কাছে A21 কর্ডামোল-অস্পিটালে হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। রাস্তার সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে তাতে দেখা গেছে, বিমান বেশ কিছুক্ষণ আকাশে এলোমেলো ভাবে টাল খাওয়ার পর সোজা মাটিতে মুখ থুবড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়।এর ফলে হাইওয়েতে থাকা গাড়িগুলিতে আগুন লেগে যাওয়ায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–