আপত্তিকর ভিডিও এবং অশ্লীল কনটেন্ট পরিবেশনের অপরাধে ভারতে নিষিদ্ধ করা হলো বেশ কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (Ministry of Information and Culture) তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ‘ALTT’, ‘উল্লু, ‘বুল অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘ডেসিফ্লিক্স’, ‘নবরস অ্যাপ’, ‘ওয়াও এন্টারটেনমেন্ট’, ‘হালচাল অ্যাপ’, ‘বুমেক্স’, ‘আড্ডা টিভি’, ‘মোজফ্লিক্স’, ‘হটএক্স ভিআইপি’, ‘হিটপ্রাইম’, ‘বিগ শট অ্যাপ’-সহ ২৫টি অশ্লীল অ্যাপ ও ওয়েবসাইট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে (25 apps and websites banned for showing pornography content)।

বর্তমান সময়ে দাঁড়িয়ে টেলিভিশন বাক্স সিনেমা দেখার থেকে ওয়েব সিরিজ – শর্ট ভিডিও দেখার প্রবণতা বেড়েছে। আর সেখানে বেশ কয়েকটি অ্যাপ নিয়মিত এমন কিছু অশ্লীল কন্টেন্ট পরিবেশন করে চলেছে যা জনমানসে বিরূপ প্রভাব ফেলছে বলে মনে করছেন মনোবিদ থেকে শুরু করে বিশ্লেষকরা। শুধু সেক্স ভিডিওই নয় পাশাপাশি এমন সব উত্তেজনা মূলক কথাবার্তা বা অঙ্গভঙ্গি উপস্থাপিত হচ্ছে যা টিনএজদের যথেষ্ট প্রভাবিত করতে পারে। এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগও জমা হয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের কাছে। এরপরই জানা যায়, ২০০০ সালের ভারতীয় ন্যায়সংহিতায় তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ও ৬৭এ ধারা অনুসারে ও ২০২৩ সালের ভারতীয় ন্যায়সংহিতার ২৯৪ ধারা অনুসারে ও ১৯৮৬ সালের ৪ নম্বর ধারা অনুসারে এই বিনোদনমূলক ওয়েবসাইট গুলোকে আইনবিরুদ্ধ বলে ঘোষণা করেছে সরকার। ভারতে আর এগুলো দেখা যাবে না।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–