Wednesday, August 20, 2025

সম্মতিতেও যৌনতার বয়সসীমা ১৮: সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Date:

Share post:

নাবালিকা ও কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতিমূলক সম্পর্কের ক্ষেত্রে বয়সসীমা কমিয়ে আনা যাবে না—এই মর্মে সুপ্রিম কোর্টে (Supreme Court) কঠোর অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ মামলায় কেন্দ্র জানায়, ‘age of consent’ অর্থাৎ সম্মতিমূলক যৌনতায় বয়সসীমা ১৮-র নিচে নামালে দেশে শিশু নির্যাতনের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। ফলে আইন পরিবর্তনের পথে হাঁটা উচিত নয়।

সরকারের যুক্তি, বর্তমানে POCSO (Protection of Children from Sexual Offences) আইনের আওতায় ১৮ বছরের কম বয়সিদের সঙ্গে যৌন সম্পর্ক শিশু নির্যাতনের সমান। এই আইন বহু আলোচনার ভিত্তিতে তৈরি এবং শিশুদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই ১৮ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। সরকার দাবি করেছে, বয়সসীমা কমালে ‘শিশুদের উপর মনস্তাত্ত্বিক ও সামাজিক চাপে’ নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং অপরাধীরা এই আইনকে ঘুরপথে অপব্যবহার করতে পারে।

বিগত কয়েকমাস ধরেই সমাজকর্মী ও আইনজীবীদের একাংশ ‘close-in-age’ ছাড় দেওয়ার পক্ষে সওয়াল করছেন। অর্থাৎ, যদি দুই কিশোর-কিশোরীর বয়সের পার্থক্য খুব সামান্য হয়, তবে সেই সম্পর্ককে অপরাধ হিসেবে না দেখা হোক। কিন্তু কেন্দ্র জানায়, এমন ছাড় দিলে ‘আইনের মূল উদ্দেশ্য ক্ষুণ্ণ হবে।’ সরকারের বক্তব্য, এই ছাড় প্রয়োগের সুযোগে অভিযুক্তরা নিজেদের বাঁচাতে বয়স গোপন বা বিকৃত তথ্য পেশ করতে পারেন।

প্রবীণ আইনজীবী ও অ্যামিকাস কিউরি ইন্দিরা জয়সিং কেন্দ্রের অবস্থানের বিরোধিতা করে জানান, ১৬-১৮ বছর বয়সিদের মধ্যে সম্মতিমূলক সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা মৌলিক অধিকারের লঙ্ঘন। তাঁর যুক্তি, বর্তমান আইন অনুযায়ী বহু কিশোরের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের হচ্ছে, যা ভবিষ্যতের পক্ষে ক্ষতিকর।

এই মুহূর্তে দেশের ১৮ বছরের কম বয়সিদের সম্মতিমূলক যৌন সম্পর্ক এখনও অপরাধ হিসেবে গণ্য হয়। কেন্দ্রের স্পষ্ট মত, আইন বদল নয়, বরং তার কঠোর বাস্তবায়নেই শিশুদের সুরক্ষা সম্ভব। তবে আদালতের রায় এবং সমাজে এই নিয়ে তৈরি হওয়া আলোচনা আগামী দিনে দেশজুড়ে নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দিতে পারে। আরও পড়ুনঃ কবি রাহুল পুরকায়স্থের প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য মহল

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...