Thursday, November 13, 2025

এবার দিল্লির বসন্তকুঞ্জে জল-আলো ফেরানোর লড়াই, ফের পাশে তৃণমূল সাংসদরা

Date:

আইনি পথে উচ্ছেদ রুখে এবার দিল্লির (Delhi) বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে জল, আলো ফেরানোর লড়াই শুরু। অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূলের (TMC) সাংসদরা। কলোনির বাসিন্দারা কেমন আছেন, জানতে শুক্রবার বসন্তকুঞ্জে পৌঁছে যায় তৃণমূল চার সদস্যের প্রতিনিধিদল। ছিলেন, রাজ্যসভার তিন সাংসদ সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর, মৌসম নুর এবং লোকভার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।

জয় হিন্দ কলোনির দুদর্শাগ্রস্ত বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghosh) বলেন, আমাদের আন্দোলন জারি থাকবে। এখনও পর্যন্ত এই নিরীহ মানুষগুলির ঘরে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি। তৃণমূলের আন্দোলনে আইনি লড়াইয়ে জয় এসেছে। এখন আর কলোনির বাঙালি পরিবারগুলিকে কেউ উৎখাত করতে পারবে না। কোনও কারণ ছাড়াই এই বাঙালি শ্রমিকদের ওপর নানানভাবে হেনস্থা ও অত্যাচার করা হচ্ছে। অথচ তাঁদের সকলেরই বৈধ ভোটার, আধার ও রেশন কার্ড রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ-অভিযানে স্থগিতাদেশ জারি করে। একই সঙ্গে তাঁদের মৌলিক অধিকার ফেরানোর নির্দেশও দেওয়া হয়েছে। এই লড়াইয়ে মাটি কামড়ে তাঁদের পাশে ছিল তৃণমূল (TMC)।

আন্দোলনে মুখ্য ভূমিকা নেওয়া সাংসদ সাগরিকা ঘোষ বলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের অপমানের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এভাবেই লড়াই করবে তৃণমূল। তৃণমূল দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই নিয়ে সরব হয়েছেন। তাঁরই নির্দেশে তৃণমূলের প্রতিনিধিদলও ওখানে গিয়ে তাঁদের পাশে দাঁড়াল।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version