Friday, December 26, 2025

ঋষভের পরিবর্তে খেলার সুযোগ পেয়েও ছাড়তে হল ঈশান কিষাণকে

Date:

Share post:

সুযোগ পেয়েও হাতছাড়া ঈশান কিষাণের (Ishan Kishan)। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলার মাঝেই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। যেকোনও ক্রিকেটারের মতো ঈশান কিষাণও ছিলেন অত্যন্ত উচ্ছ্বসিত। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। কারণ সেই চোট। কয়েকদিন আগেই চোট পেয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। আর তাই ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবর্তে তাঁকে ডাকা হলেও শেষপর্যন্ত নির্বাচকদের না বলতেই বাধ্য হয়েছেন ঝাড়খন্ডের এই তারকা ক্রিকেটার।

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসেই পায়ে বিরাট চোট পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। পায়ের পাতায় চিঁড়ি ধরেছে। আর তাতেই আপাতত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এই ম্যাচের বাকি দিন গুলোতে তো বটেই, পঞ্চম ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। আর তাতেই দেখা দিয়েছে সমস্যা। ইংল্যান্ডের মাটিতেই উইকেটকিপার ব্যাটারের খোঁজ করা শুরু করেছিল ভারতীয় দল। সেখানে ধ্রুব জুরেল থাকলেও, ঈশান কিষাণেরই নাকি খোঁজ পড়েছিল।

এরপরই নাকি ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে যোগাযোগ করেছিলেন বিসিসিআইয়ের নির্বাচকরা। কিন্তু ইচ্ছা থাকলেও তাঁকেও না করতে হয়েছিল। কারণ বেশ কয়েকদিন আগেই একটু দূর্ঘটনায় পায়ের গোড়ালীতে চোট পেয়েছিলেন তিনি। কয়েকটি সেলাইও পড়েছে তাঁর পায়ে। আর তাতেই আপাতত মাঠের থেকে বেশ কয়েকদিন দূরে রয়েছেন ঈশান কিষাণ।

ভারতীয় দলে সম্প্রতি তাঁর সুযোগ না পাওয়া নিয়ে নানান হিসাব নিকাশ চলছিল। সেখানেই সুযোগ এসেও গিয়েছিল ঈশান কিষাণের কাছে। কিন্তু শেষরক্ষা হল না।

spot_img

Related articles

ফেডারেশনের প্রস্তাবে আপত্তি নেই ক্লাব জোটের, আইসএল নিয়ে কাটছে জট

আইএসএল(ISL) নিয়ে জট কাটছে।  বছর শেষে  অনিশ্চয়তার মেঘ কিছুটা হলেও কাটছে। শুক্রবার ক্লাব জোটের সঙ্গে ফেডারেশনের মেগা মিটিং...

নেতাজির দেহাবশেষ দেশে আনা হোক: ১২৯তম জন্মদিবসের আগে রাষ্ট্রপতিকে চিঠি পরিবারের

জন্মদিবসের প্রাক্কালে নেতাজির দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার দাবি জানালেন তাঁর পরিবারের সদস্যরা। যে দেশনায়ককে নিয়ে প্রচার করে বাংলার...

১৬ বছরেই তবলা শিল্পে খ্যাতি বিশ্বজনীন, সর্বোচ্চ সম্মান পেলেন বাংলার সুমন

মাত্র ১৬ বছর বয়সেই সুর তালের ছন্দে তাক লাগিয়ে দিয়েছেন, তারই সৌজন্য রাষ্ট্রীয় পুরস্কার পেলেন কিশোর তবলা বাদক...

১ জানুয়ারি থেকে ‘উন্নয়নের পাঁচালি’কে হাতিয়ার করে বাড়ি বাড়ি প্রচার: ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকেই ময়দানে নামছে টিম-অভিষেক। রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’কে হাতিয়ার...