সুযোগ পেয়েও হাতছাড়া ঈশান কিষাণের (Ishan Kishan)। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলার মাঝেই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। যেকোনও ক্রিকেটারের মতো ঈশান কিষাণও ছিলেন অত্যন্ত উচ্ছ্বসিত। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। কারণ সেই চোট। কয়েকদিন আগেই চোট পেয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। আর তাই ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবর্তে তাঁকে ডাকা হলেও শেষপর্যন্ত নির্বাচকদের না বলতেই বাধ্য হয়েছেন ঝাড়খন্ডের এই তারকা ক্রিকেটার।

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসেই পায়ে বিরাট চোট পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। পায়ের পাতায় চিঁড়ি ধরেছে। আর তাতেই আপাতত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এই ম্যাচের বাকি দিন গুলোতে তো বটেই, পঞ্চম ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। আর তাতেই দেখা দিয়েছে সমস্যা। ইংল্যান্ডের মাটিতেই উইকেটকিপার ব্যাটারের খোঁজ করা শুরু করেছিল ভারতীয় দল। সেখানে ধ্রুব জুরেল থাকলেও, ঈশান কিষাণেরই নাকি খোঁজ পড়েছিল।

এরপরই নাকি ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে যোগাযোগ করেছিলেন বিসিসিআইয়ের নির্বাচকরা। কিন্তু ইচ্ছা থাকলেও তাঁকেও না করতে হয়েছিল। কারণ বেশ কয়েকদিন আগেই একটু দূর্ঘটনায় পায়ের গোড়ালীতে চোট পেয়েছিলেন তিনি। কয়েকটি সেলাইও পড়েছে তাঁর পায়ে। আর তাতেই আপাতত মাঠের থেকে বেশ কয়েকদিন দূরে রয়েছেন ঈশান কিষাণ।

ভারতীয় দলে সম্প্রতি তাঁর সুযোগ না পাওয়া নিয়ে নানান হিসাব নিকাশ চলছিল। সেখানেই সুযোগ এসেও গিয়েছিল ঈশান কিষাণের কাছে। কিন্তু শেষরক্ষা হল না।

–

–

–

–

–

–

–
–
–
–
–