কবি রাহুল পুরকায়স্থের প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য মহল

Date:

Share post:

বাংলা কবিতার জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি রাহুল পুরকায়স্থ (Rahul Purkayastha)। শুক্রবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কবি। গত কয়েক মাসে তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে, চিকিৎসাধীন অবস্থাতেই চলে গেলেন তিনি।

শ্রীহট্টে জন্মগ্রহণ করলেও রাহুল পুরকায়স্থ (Rahul Purkayastha) বেড়ে ওঠেন উত্তরবঙ্গ ও কলকাতায়। ছাত্রাবস্থা থেকেই কবিতা লেখার প্রতি ঝোঁক। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অন্ধকার’, ‘প্রিয় স্বরলিপি’ প্রকাশিত হয় আশির দশকে। এরপর একের পর এক কাব্যগ্রন্থে তিনি তুলে ধরেছেন নাগরিক জীবনের নিঃসঙ্গতা, প্রেম, সামাজিক ভাঙন এবং আত্মানুসন্ধানের কথা। যদিও তিনি পেশায় ছিলেন গণমাধ্যমের কর্মী।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে—’নেশা এক প্রিয় ফল’, ‘ও তরঙ্গ লাফাও’, ‘আমার সামাজিক ভূমিকা’, ‘সামান্য এলিজি’ ইত্যাদি। তাঁর লেখা কবিতায় উঠে এসেছে কলোনি জীবনের কথা, প্রেমের প্রকৃতি, সাতের দশকের জীবনচর্যা, সমসাময়িক রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট—সবই তাঁর কবিতায় উঠে এসেছে অতি সংবেদনশীল ভঙ্গিমায়। পাঠকের হৃদয়ে তিনি তৈরি করেছিলেন স্থায়ী আসন।

পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি তাঁকে ‘সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা’-তে ভূষিত করেছিল। তাঁর রচনাবলি অনূদিত হয়েছে ইংরেজি, হিন্দি, অসমিয়া ও ওড়িয়া ভাষায়। ভারতের বাইরেও বিভিন্ন সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। সাহিত্য-সাংস্কৃতিক পরিসরে এক নির্লিপ্ত অথচ গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন রাহুল পুরকায়স্থ। তাঁর মৃত্যুতে সাহিত্য মহলে নেমে এসেছে শোকের ছায়া। ফেসবুক জুড়েও কবিকে স্মরণ করে লিখেছেন বহু কবি, সাহিত্যিক, পাঠক। আরও পড়ুন : ফের বাংলাভাষী নিগ্রহ! রাজস্থানে নিখোঁজ বাংলার শ্রমিক

spot_img

Related articles

ইস্টবেঙ্গলকে টিপ্পনি দেবাশিসের, ফেডারেশনকে তোপ সৃঞ্জয়ের

আইএফএ শিল্ড(IFA Shiled) জয়ের জন্য ভাইফোঁটার বিকেলে পতাকা উত্তোলন হল মোহনবাগান ক্লাবে (Mohunbagan) । পতাকা উত্তোলন করলেন ক্লাবের...

ধর্মীয় রঙ লাগাতে ব্যর্থ বিজেপি! কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার ঘটনায় ব্যাখ্যা পুলিশের 

মঙ্গলবার রাতে কাকদ্বীপের সূর্যনগর এলাকার একটি কালীমন্দিরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হামলা চালিয়ে কালী প্রতিমা ভাঙচুর করার অভিযোগ ওঠে। বুধবার...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...

পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-ডিজিপির ছেলের মৃত্যুতে নয়া মোড়! অবশেষে মুখ খুললেন ডিজিপি 

পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজিপি (Punjab police DGP) মহাম্মদ মুস্তাফার ছেলে আকিল আখতারের মৃত্যু ঘিরে পাঞ্জাবের চরম চাঞ্চল্য। ইতিমধ্যেই...