Wednesday, August 20, 2025

কবি রাহুল পুরকায়স্থের প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য মহল

Date:

Share post:

বাংলা কবিতার জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি রাহুল পুরকায়স্থ (Rahul Purkayastha)। শুক্রবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কবি। গত কয়েক মাসে তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে, চিকিৎসাধীন অবস্থাতেই চলে গেলেন তিনি।

শ্রীহট্টে জন্মগ্রহণ করলেও রাহুল পুরকায়স্থ (Rahul Purkayastha) বেড়ে ওঠেন উত্তরবঙ্গ ও কলকাতায়। ছাত্রাবস্থা থেকেই কবিতা লেখার প্রতি ঝোঁক। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অন্ধকার’, ‘প্রিয় স্বরলিপি’ প্রকাশিত হয় আশির দশকে। এরপর একের পর এক কাব্যগ্রন্থে তিনি তুলে ধরেছেন নাগরিক জীবনের নিঃসঙ্গতা, প্রেম, সামাজিক ভাঙন এবং আত্মানুসন্ধানের কথা। যদিও তিনি পেশায় ছিলেন গণমাধ্যমের কর্মী।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে—’নেশা এক প্রিয় ফল’, ‘ও তরঙ্গ লাফাও’, ‘আমার সামাজিক ভূমিকা’, ‘সামান্য এলিজি’ ইত্যাদি। তাঁর লেখা কবিতায় উঠে এসেছে কলোনি জীবনের কথা, প্রেমের প্রকৃতি, সাতের দশকের জীবনচর্যা, সমসাময়িক রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট—সবই তাঁর কবিতায় উঠে এসেছে অতি সংবেদনশীল ভঙ্গিমায়। পাঠকের হৃদয়ে তিনি তৈরি করেছিলেন স্থায়ী আসন।

পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি তাঁকে ‘সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা’-তে ভূষিত করেছিল। তাঁর রচনাবলি অনূদিত হয়েছে ইংরেজি, হিন্দি, অসমিয়া ও ওড়িয়া ভাষায়। ভারতের বাইরেও বিভিন্ন সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। সাহিত্য-সাংস্কৃতিক পরিসরে এক নির্লিপ্ত অথচ গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন রাহুল পুরকায়স্থ। তাঁর মৃত্যুতে সাহিত্য মহলে নেমে এসেছে শোকের ছায়া। ফেসবুক জুড়েও কবিকে স্মরণ করে লিখেছেন বহু কবি, সাহিত্যিক, পাঠক। আরও পড়ুন : ফের বাংলাভাষী নিগ্রহ! রাজস্থানে নিখোঁজ বাংলার শ্রমিক

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...