আবারও জয় SSC-র: সুপ্রিম কোর্টে ধোপে টিকলো না ‘যোগ্য’ চাকরিহারাদের আবেদন

Date:

Share post:

এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত। ঘোষণা হয়ে গিয়েছে পরীক্ষার দিন। এখনও পরীক্ষা না দিয়ে চাকরির দাবিতে অনড় এক শ্রেণীর এসএসসি (SSC) চাকরিহারারা। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশকে অমান্য করে ফের একবার সেই সুপ্রিমকোর্টেরই দ্বারস্থ যোগ্য (untainted) চিহ্নিত চাকরিহারাদের একটি অংশ। যদিও কোনওভাবেই আর এই আবেদন শুনবে না সুপ্রিম কোর্ট, স্পষ্ট জানিয়ে দেওয়া হলো পর্যবেক্ষণে। চাকরিতে পুনর্বহাল থেকে ওএমআর (OMR sheet) প্রকাশের মামলা গ্রহণ করল না শীর্ষ আদালত।

২০১৬ এসএসসি মামলায় যোগ্য (untainted) হিসাবে চিহ্নিত চাকরিহারাদের একটি অংশ কোনভাবেই আদালতের রায় মেনে নিতে নারাজ। তাঁদের প্রথম দাবি, কোনওভাবে পরীক্ষা না দিয়ে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। সেক্ষেত্রে একমাত্র ওএমআর (OMR sheet) প্রকাশের মধ্যে দিয়েই অযোগ্যদের (tainted) চিহ্নিত করা সম্ভব, দাবি করে ফের একবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ তাঁরা।

ওএমআর প্রকাশের সম্ভাবনা নেই, পর্যবেক্ষণ করেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নতুনভাবে এসএসসি নিয়োগের নির্দেশ দিয়েছিল কমিশন ও রাজ্যকে। সেই মতো নির্দিষ্ট দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে, পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কাজ চালাচ্ছে কমিশম। তা সত্ত্বেও রাজনীতিকদের দ্বারা প্রভাবিত হয়ে চাকরিহারাদের একাংশ একের পর এক মামলা করে চলেছে হাইকোর্টে। ইতিমধ্যেই সেই সব মামলার শুনানি চলছে।

আরও পড়ুন : মোদির ‘আচ্ছে দিনে’র কী নমুনা! পাঁচ বছরে ভারত ছেড়েছেন ৯ লক্ষ বৈধ নাগরিক

তারই মধ্যে ফের চাকরিহারাদের একটি অংশ সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করে পুনর্বহাল ও ওএমআর (OMRS sheet) প্রকাশের মামলা দায়ের জন্য। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের বেধে দেওয়া যে প্রক্রিয়ায় নিয়োগ চলছে, সেই পথেই সহমত প্রকাশ করে শীর্ষ আদালত। সেসঙ্গে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই মামলা দীর্ঘদিন ধরে চলছে পরবর্তীকালে প্রয়োজনে এই মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যেতে পারে। তবে সুপ্রিম কোর্ট আর এই মামলা শুনবে না।

spot_img

Related articles

ইস্টবেঙ্গলকে টিপ্পনি দেবাশিসের, ফেডারেশনকে তোপ সৃঞ্জয়ের

আইএফএ শিল্ড(IFA Shiled) জয়ের জন্য ভাইফোঁটার বিকেলে পতাকা উত্তোলন হল মোহনবাগান ক্লাবে (Mohunbagan) । পতাকা উত্তোলন করলেন ক্লাবের...

ধর্মীয় রঙ লাগাতে ব্যর্থ বিজেপি! কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার ঘটনায় ব্যাখ্যা পুলিশের 

মঙ্গলবার রাতে কাকদ্বীপের সূর্যনগর এলাকার একটি কালীমন্দিরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হামলা চালিয়ে কালী প্রতিমা ভাঙচুর করার অভিযোগ ওঠে। বুধবার...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...

পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-ডিজিপির ছেলের মৃত্যুতে নয়া মোড়! অবশেষে মুখ খুললেন ডিজিপি 

পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজিপি (Punjab police DGP) মহাম্মদ মুস্তাফার ছেলে আকিল আখতারের মৃত্যু ঘিরে পাঞ্জাবের চরম চাঞ্চল্য। ইতিমধ্যেই...