Sunday, December 28, 2025

TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! ধিক্কার তৃণমূলের

Date:

Share post:

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ওইদিন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেন। ছাত্রছাত্রীরা মুখিয়ে থাকে সেই ভাষণ শোনার জন্য। আর সেই দিনই বিকম সেমিস্টার-৪ এবং বিএ এলএলবি সেমিস্টার-৪ এর পরীক্ষার সূচি ঘোষণা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়টি ক্ষুব্ধ তৃণমূল (TMC) ও তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। তাঁর কথায়, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাঁদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে। এটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত। চক্রান্ত জলের মতো স্পষ্ট। অভিযোগ, ওইদিন পরীক্ষা ঘোষণা করা মানেই ওই একটা বিরাট অংশের পড়ুয়াকে বিপদে ফেলার ষড়যন্ত্র।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজ্যের সব থেকে বড় ছাত্র সংগঠনে এই প্রতিষ্ঠা দিবস পূর্ব ঘোষিত। সেদিনে পরীক্ষা ফেলা মানে এ বিষয়টি খুব পরিষ্কার, যাতে পড়ুয়াদের একটা বড় অংশ যাতে কোনভাবেই সমাবেশে যোগ দিতে না পারে সেজন্য ঘুরিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। উপাচার্য জানিয়েছেন পরীক্ষা দিতে হবে। এই প্রসঙ্গে কুণাল বলেন, পরীক্ষা হয়ে ছাত্রছাত্রীদের দিতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু পরীক্ষা সূচির তৈরির সময় রাজ্যের বৃহত্তম ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি বিবেচনা করা হবে না, এটা চলতে পারে না।
আরও খবরকেন্দ্রবিরোধী আন্দোলনে তৃণমূলকে সর্বাধিক গুরুত্ব: কংগ্রেসের মন বদলে ব্রাত্য বাম!

spot_img

Related articles

ভার্চুয়াল শুনানি না করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ! কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক

এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের...

বইমেলার ভোজবাজি: সৃজনশীল মুখ্যমন্ত্রীকে মনে করালেন শুভাপ্রসন্ন

বাংলার সৃজনশীল মুখ্যমন্ত্রীকে নিউটাউনের বইমেলায় ভোজবাজির উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরলেন শিল্পী শুভাপ্রসন্ন। ইওর ভয়েজ ও আইরিস ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে...

সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে, বাইশ গজে চেনা ছন্দে স্মৃতি

বিতর্ককে পিছনে ফেলে রানের আলোয় স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে অবশেষে রান পেলেন...

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে সোমে নির্বাচন কমিশনে তৃণমূল 

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে আগামিকাল অর্থাৎ সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। ভোটার তালিকা সংশোধন...