Monday, January 19, 2026

TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! ধিক্কার তৃণমূলের

Date:

Share post:

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ওইদিন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেন। ছাত্রছাত্রীরা মুখিয়ে থাকে সেই ভাষণ শোনার জন্য। আর সেই দিনই বিকম সেমিস্টার-৪ এবং বিএ এলএলবি সেমিস্টার-৪ এর পরীক্ষার সূচি ঘোষণা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়টি ক্ষুব্ধ তৃণমূল (TMC) ও তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। তাঁর কথায়, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাঁদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে। এটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত। চক্রান্ত জলের মতো স্পষ্ট। অভিযোগ, ওইদিন পরীক্ষা ঘোষণা করা মানেই ওই একটা বিরাট অংশের পড়ুয়াকে বিপদে ফেলার ষড়যন্ত্র।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজ্যের সব থেকে বড় ছাত্র সংগঠনে এই প্রতিষ্ঠা দিবস পূর্ব ঘোষিত। সেদিনে পরীক্ষা ফেলা মানে এ বিষয়টি খুব পরিষ্কার, যাতে পড়ুয়াদের একটা বড় অংশ যাতে কোনভাবেই সমাবেশে যোগ দিতে না পারে সেজন্য ঘুরিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। উপাচার্য জানিয়েছেন পরীক্ষা দিতে হবে। এই প্রসঙ্গে কুণাল বলেন, পরীক্ষা হয়ে ছাত্রছাত্রীদের দিতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু পরীক্ষা সূচির তৈরির সময় রাজ্যের বৃহত্তম ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি বিবেচনা করা হবে না, এটা চলতে পারে না।
আরও খবরকেন্দ্রবিরোধী আন্দোলনে তৃণমূলকে সর্বাধিক গুরুত্ব: কংগ্রেসের মন বদলে ব্রাত্য বাম!

spot_img

Related articles

লিভইন পার্টনারকে খুন করে দেহ ট্রাঙ্কে ভরার অভিযোগ অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে

লিভইন সঙ্গীকে খুন করে তাঁর দেহ ট্রাঙ্কে ভরে রাখার অভিযোগ উঠল এবার এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে। শুধু তাই...

অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, ভর্তি বেসরকারি হাসপাতালে

ফের অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Roy )। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আপাতত ভর্তি রয়েছেন তিনি। রবিবার...

ব্যর্থতার নজির গড়েই চলেছেন, ভারতীয় ক্রিকেটকে লজ্জায় ফেলছেন কোচ গম্ভীর

গৌতম গম্ভীর( Gautam Gambhir) ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর সাফল্য বলতে এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জয়।...

মাঘে কমছে শীতের আমেজ! দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ

কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ কমছে শীতের আমেজ। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে...