TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! ধিক্কার তৃণমূলের

Date:

Share post:

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ওইদিন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেন। ছাত্রছাত্রীরা মুখিয়ে থাকে সেই ভাষণ শোনার জন্য। আর সেই দিনই বিকম সেমিস্টার-৪ এবং বিএ এলএলবি সেমিস্টার-৪ এর পরীক্ষার সূচি ঘোষণা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়টি ক্ষুব্ধ তৃণমূল (TMC) ও তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। তাঁর কথায়, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাঁদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে। এটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত। চক্রান্ত জলের মতো স্পষ্ট। অভিযোগ, ওইদিন পরীক্ষা ঘোষণা করা মানেই ওই একটা বিরাট অংশের পড়ুয়াকে বিপদে ফেলার ষড়যন্ত্র।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজ্যের সব থেকে বড় ছাত্র সংগঠনে এই প্রতিষ্ঠা দিবস পূর্ব ঘোষিত। সেদিনে পরীক্ষা ফেলা মানে এ বিষয়টি খুব পরিষ্কার, যাতে পড়ুয়াদের একটা বড় অংশ যাতে কোনভাবেই সমাবেশে যোগ দিতে না পারে সেজন্য ঘুরিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। উপাচার্য জানিয়েছেন পরীক্ষা দিতে হবে। এই প্রসঙ্গে কুণাল বলেন, পরীক্ষা হয়ে ছাত্রছাত্রীদের দিতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু পরীক্ষা সূচির তৈরির সময় রাজ্যের বৃহত্তম ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি বিবেচনা করা হবে না, এটা চলতে পারে না।
আরও খবরকেন্দ্রবিরোধী আন্দোলনে তৃণমূলকে সর্বাধিক গুরুত্ব: কংগ্রেসের মন বদলে ব্রাত্য বাম!

spot_img

Related articles

নবমীর সকালে প্রয়াত বাম আমলের প্রাক্তন মন্ত্রী

উৎসবের মধ্যেই শোকের ছায়া বাম শিবিরে। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়। বুধবার সকালে ৮৫...

মহানবমীতে কালীঘাট মন্দিরে আরতি মুখ্যমন্ত্রীর: নিজে হাতেই বাজালেন কাঁসর

মহানবমীতে গোটা শহর যখন বৃষ্টি উপেক্ষা করে দুর্গোৎসবের আনন্দ নিতে ব্যস্ত, মুখ্যমন্ত্রী তখনই পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে। রাজ্যের...

অদ্য পুজোর শেষ লগ্ন, নবমীতেই আগামী বছরের দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু

নবমী তিথি (Maha Navami) মানে আনন্দের মাঝেও আকাশে বাতাসে বিষাদের সুর। আবার এক বছরের প্রতীক্ষার পর উমাকে এভাবে...

মহানবমীর সকালে মাতোয়ারা মহানগরী, ভক্তি – আরাধনায় উজ্জ্বল উৎসবের শেষ লগ্ন

কোথাও বন্দনার বনেদিয়ানা, কোথাও ভক্তিরসের সুধা। মহানবমীর সকালে ভিড় বাড়ছে শহর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতে (Sovabazar Rajbari)। বনেদি...