Monday, November 10, 2025

মরসুমের প্রথম ডার্বি ইস্টবেঙ্গলের( Eastbengal)। সিএফএলের(CFL) মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোহনবাগানকে (Mohunbagan) ৩-২ গোলে হারিয়ে ডার্বি জয় লাল-হলুদ ব্রিগেডের। দ্বিতীয়ার্ধে মোহনবাগান ম্যাচে সমতায় ফিরলেও, ডেভিডের (David) দুরন্ত গোলেই সাফল্যার হাসি বিনো জর্জের মুখে। আর সেইসঙ্গেই স্টেডিয়াম জুড়ে শুরু উচ্ছ্বাস, সেলিব্রেশন। শনিবারের কল্যাণী স্টেডিয়ামের রং লাল-হলুদ (Red and Gold)।

ডার্বি ঘিরে এদিন উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কানায় কানায় ভর্তি ছিল কল্যানী স্টেডিয়াম। সেখানেই ম্যাচ শুরুর ৯ মিনিটের মধ্যেই জেসিন টিকের (Jasin TK) গোল। এগিয়ে যায় ইস্টবেঙ্গল (Eastbengal)। তবে প্রথমার্ধে ইস্টবেঙ্গলের হয়ে এদিন দুরন্ত ফর্মে ছিলেন সায়ন। বেশ কয়েকটা সুযোগ নষ্ট না করলে আরও আগেই ইস্টবেঙ্গল ব্যবধান বাড়িয়ে ফেলতে পারত।

মোহনবাগান গোলরক্ষকের ভুলে ডেভিডই দ্বিতীয় গোলটি করে ফেলতে পারতেন। তবে তা হয়নি। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সায়নের (Sayan Banerjee) গোলে আরও ব্যবধান বাড়িয়ে ফেলে ইস্টবেঙ্গল (Eastbengal)।

দ্বিতীয়ার্ধে মোহনবাগান পিছিয়ে থেকে নামলেও, এদিন গোল পেতে মরিয়া ছিল তারা। বিরতির পর থেকেই মোহনবাগানও চাপ বাড়াতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতেই মোহনবাগানের হয়ে প্রথম গোলটা করেন কাসতানহা।

এর কিছুক্ষণের মধ্যেই ফের মোহনবাগানের আক্রমণ। এবার কিয়ান নাসিরির দুরন্ত গোল। আর তাতেই ইস্টবেঙ্গল গ্যালারী কিছুক্ষন চিন্তা। তবে বেশীক্ষণ ইস্টবেঙ্গলকে অপেক্ষা করতে হয়নি। অবশেষে গোলের মুখ খোলেন ডেভিড। ৬৯ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তিনি।

এরপরও অবশ্য ডেভিড একটা সহজ সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। তবে মরসুমের প্রথম ডার্বিটা ইস্টবেঙ্গলই নিজেদের পকেটে পুড়েছে। এরপরই গ্যালারীতে শুরু উচ্ছ্বাস। দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা সায়ন বন্দ্যোপাধ্যায়।

Related articles

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...
Exit mobile version