একদিনের সফরে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, দিল্লি থেকে বায়ুসেনার একটি বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে সরাসরি কল্যাণী রওনা দেবেন রাষ্ট্রপতি।

কল্যাণীতে এইমস (AIIMS)–এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে দীক্ষান্ত ভাষণ দেবেন তিনি। এরপর বিকেলে তাঁর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে। কলকাতায় ফিরে এসে তিনি রাজভবনে রাত্রিবাস করবেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৩১ জুলাই, রাজভবনেই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। সেই দিনই দুপুরে তিনি কলকাতা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশে রওনা দেবেন। এই সফর ঘিরে রাজ্য প্রশাসনের তরফে কলকাতা ও কল্যাণী— দুই জায়গাতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন রাখতে তৎপর রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন – স্ত্রীকে গায়ের রং নিয়ে অপমান, আত্মঘাতী মহিলার স্বামীকে মুক্তি বম্বে হাইকোর্টের

_

_
_

_

_

_
_
_

_

_
_
_