Sunday, November 2, 2025

রাজস্থানের মেডিক্যাল কলেজে ‘কর্তৃপক্ষের ইচ্ছায় ফেল’! মানসিক নির্যাতনে আত্মঘাতী ছাত্রী

Date:

শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভবিষ্যৎ কতটা সংকটে একের পর এক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলি। কোথাও প্রাতিষ্ঠানিক যৌন নির্যাতনের শিকার পড়ুয়ারা। আবার কোথাও প্রতিষ্ঠানের নিয়ম মাফিক অব্যবস্থা ও মানসিক নির্যাতন পড়ুয়াদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। ওড়িশা থেকে রাজস্থান – বিজেপি শাসিত সব রাজ্যে এভাবেই বিপদে পড়ুয়ারা। এবার রাজস্থানর (Rajasthan) উদয়পুরের প্যাসিফিক ডেন্টাল কলেজের এক ছাত্রী সুইসাইড নোটে (suicide note) কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে আত্মহত্যা করলেন। প্রতিবাদে সরব কলেজের মেডিক্যাল পড়ুয়ারা।

বেসরকারি মেডিক্যাল কলেজের কী চেহারা বিজেপি শাসিত রাজস্থানে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জম্মু ও কাশ্মীরের এক মেডিক্যাল পড়ুয়া। একদিকে ইচ্ছামতো ফেল করিয়ে দেওয়া। অন্যদিকে বছর পেরিয়ে গেলেও পরীক্ষা না হওয়ায় চূড়ান্ত অনিশ্চয়তার মুখে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন ফাইনাল ইয়ারের এক ছাত্রী।

বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর সহপাঠী। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মিলেছে সুইসাইড নোট। তাতে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। সুইসাইড নোটে (suicide note) লেখা, ‘ইচ্ছা করে পড়ুয়াদের ফেল (arbitrarily fail) করিয়ে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। টাকা চেয়ে চাপ দিচ্ছে। টাকা দিলে পাশ করায়। না দিতে পারলে রক্ত শুষে নেয়। ২ মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা ছিল। ২ বছর পেরিয়ে গিয়েছে। কবে ডিগ্রি পাব, ঈশ্বর জানেন।’

আরও পড়ুন: ভুল চিকিৎসায় অসাড় দেহ, তাই নিয়ে ৮ ঘণ্টা স্কুলে চাকরি! স্বেচ্ছামৃত্যুর আবেদন মধ্যপ্রদেশের শিক্ষিকার

এই ধরনের ঘটনা যে সত্য, তা স্পষ্ট বাকি পড়ুয়াদের বিক্ষোভে। কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখান মেডিক্যাল পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, পরীক্ষা ও নানা অজুহাতে পড়ুয়াদের চাপ দেওয়া হয়। পরীক্ষা থেকে উপস্থিতি –  সবেতেই টাকার দাবি নিয়ে হাজির কর্তৃপক্ষ। টাকা না দিলে মানসিক নির্যাতনও চলে। আত্মহত্যার ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেননি কলেজ কর্তৃপক্ষ।

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...
Exit mobile version