Friday, November 28, 2025

BLO-দের প্রশিক্ষণ গাইডলাইনে SIR-এর উল্লেখ! জল্পনা উস্কে জবাব এড়ালেন CEO মনোজ

Date:

Share post:

বাংলায় বিধানসভা ভোট আগামী বছর। কিন্তু তার আগে এত তোড়জোড় করে বুথ স্তরের সরকারি আধিকারিকদের (BLO) প্রশিক্ষণ ঘিরে তুমুল জল্পনা। সামনেই উদাহরণ বিহার। সেখানে ভোটের আগে চালু হয়েছে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)। এর বিরোধিতায় সরব তৃণমূল-সহ INDIA। এরই মধ্যে শনিবার নজরুল মঞ্চে হচ্ছে বুথ লেভেল অফিসারদের বিশেষ প্রশিক্ষণ শিবির। এটাকে রুটিন প্রক্রিয়া বলে দাবি করলেও SIR নিয়ে জবাব এড়ালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের। তবে, গাইডলাইনে SIR-এর উল্লেখ আছে। এটিকে বাংলায় SIR চালুর প্রস্তুতি বলেই মনে করছে রাজনৈতিক মহলে।

এদিন, সকাল ৯টা থেকে BLO-দের রেজিস্ট্রেশন শুরু হয়। সাড়ে ১০টার পরে প্রশিক্ষণ। প্রশিক্ষণ শিবিরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, এটা প্রতিবারই হয়। কিন্তু কোনও বছরই এত আগে হয় না, এবার এত আগে কেন? এই প্রশ্নের উত্তরে CEO জানান, বুথের সংখ্যা বৃদ্ধির জন্যেই এই প্রস্তুতি। গ্রামে গ্রামে গিয়ে বুথ স্তরের সরকারি আধিকারিকদের সব নথি দেখতে হবে। তবে, বিএলও-দের এই ধরনের প্রশিক্ষণ আগে কখনও হয়নি।

এর পর সরাসরি মনোজ আগরওয়ালকে প্রশ্ন করা হয়, এটা কি বাংলায় SIR চালুর প্রস্তুতি? এই জবাব এড়িয়ে তিনি জানান, “আমি বলতে পারব না, এটা আমার অধীন নয়”। অর্থাৎ হবে না এই কথা বলছে না তিনি।

এর পর CEO-কে সরাসরি প্রশ্ন করা হয়, বাংলায় কি SIR চালু হবে? একেবারে কূটনৈতিক জবাবে তিনি বলেন, হবে, না কি হবে না- সেটা আমি বলতে পারব না। জাতীয় নির্বাচন কমিশন থেকে যা নির্দেশ দেবে সেরকমই করা হবে। তারপরেই তাৎপর্যপূর্ণভাবে মনোজ আগরওয়াল বলেন, বিহারে যখন SIR চালু হয়, তখনই বলা হয়েছিল এরপর সারাদেশেই চালু হবে। তবে, বাংলায় কবে থেকে চালু হবে সেই বিষয়ে তাঁর কিছু জানা নেই বলে দাবি CEO-র।

কিন্তু প্রশ্ন উঠছে, যদি SIR নিয়ে কোনও বিষয় না-ই থাকে তাহলে প্রশিক্ষণের গাইড লাইনে SIR চালু হলে কী কী করতে হবে, সেই পয়েন্ট রয়েছে কেন! উত্তরে মনোজ আগরওয়াল সারাজীবনে কখনও না কখনও তো এটা হবে! এরপরেই বিষয়টি বিচারাধীন। সোমবার শুনানি আছে। এখন আর কিছু বলতে পারবেন না বলে এড়িয়ে যান CEO।

তবে, উল্লেখযোগ্য বিষয় হল, গাইডলাইনে SIR চালু হলে কী কী করতে হবে- তার কেন উল্লেখ রয়েছে! বিহারের উদাহৎণ দেখে ইতিমধ্যেই তৃণমূলের অভিযোগ, বাংলায়ও ভোটারতালিকা সংশোধনের নামে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চালাতে পারে বিজেপি। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এই বিষয় নিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চাপানউতরের মধ্যেই বিএলওদের প্রশিক্ষণ নিয়ে জল্পনা সব মহলে।
আরও খবর‘কিছু যুদ্ধজয় জাতির মননে গেঁথে যায়’, কার্গিল বিজয় দিবসে সেনাকে শ্রদ্ধা অভিষেকের

spot_img

Related articles

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...