প্রথম ইনিংসে ব্যাটিং করেছেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে কী ব্যাটিং করতে পারবেন ঋষভ পন্থ (Rishabh Pant)! এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। ক্রাচ হাতেই ওয়েল্ড ট্র্যাফোর্ডে এলেন ঋষভ পন্থ। আপাতত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু এই টেস্টে দলের প্রয়োজনে কী পাওয়া যাবে তাঁকে। শোনা যাচ্ছে প্রয়োজন পড়লে ব্যাট হাতে মাঠে নামতে পারেন ঋষভ পন্থ।

চতুর্থ টেস্ট চলাকালীনই পায়ে বড়সড় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসেই সেই চোট পান ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। আর তার পর থেকেই ঋষভ পন্থকে নিয়ে দেখা দিয়েছি আশঙ্কা। এরপর অবশ্য সেই আশঙ্কাই সত্যি হয়েছিল। পায়ের পাতায় চিঁড় ধরেছে। আর তাতেই ঋষভ পন্থ কার্যত এই টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছে। আবার এই চতুর্থ টেস্টটাই ভারতীয় দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ।

এই ম্যাচে হেরে গেলেই ভারতের সমস্ত আশা শেষ হয়ে যাবে। সেখানেই শেষপর্যন্ত ঋষভ পন্থ নামতে পারবেন কিনা তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে এদিন ম্যাঞ্চেস্টারে ক্রাচ হাতে প্রবেশ করতে দেখা গিয়েছে ভারতীয় দলের এই তারকা উইকেটকিপার ব্যাটারকে।

এই প্রশ্ন ঘোরাফেরা করলেও শোনা যাচ্ছে প্রয়োজন পড়লে ঋষভ পন্থ মাঠে নামতে পারেন। দেশের প্রয়োজন পড়লে এই অবস্থাতেও মাঠে নামতে পারেন তিনি। তবে শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

–

–

–

–

–

–
–
–
–
–
–