হ্যান্ডশেক ঘটনা নিয়ে স্টোকসকে একহাত নিলেন গৌতম গম্ভীর

Date:

Share post:

হ্যান্ডশেক বিতর্ক নিয়ে এবার বেন স্টোকসকে (Ben Stokes) কার্যত তুলোধনা করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দল যে কাউকে খুশি করতে আসেনি  সেই কথা সাফ জানিয়ে দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টেস্টের শেষ দিন ম্যাচের ১৫ ওভার বাকি থাকতেই ফলাফল ছিল স্পষ্ট। ম্যাচ ড্র। কাজেই সেটাই যাতে তাড়াতাড়ি হয় এমন সময়ে হ্যান্ডশেক (Handshake) করে ম্যাচ শেষ করে দিতে চেয়েছিলেন। কিন্তু রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তা করতে নারাজ ছিলেন এবং ম্যাচও হয়েছে।

কারণ সেই সময় ভারতীয় দলের দুই ক্রিকেটার জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) দুজনেই ছিলেন সেঞ্চুরির কাছাকাছি। সেই পরিস্থিতিতে বেন স্টোকসের এমন কান্ড একেবারেই ভালো চোখে নেননি ভারতীয় দলের তারকা কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর সাফ বার্তা। ভারতীয় দল যা করেছে তা নাকি একেবারেই সঠিক। খাদের কিনারা থেকে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলকে বাঁচিয়েছিল চার ব্যাটার।

শুভমন গিল এবং কেল রাহুল যে লড়াইটা শুরু করে গিয়েছিলেন, সেটাই একেবারে সঠিকভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। কিন্তু তাদের সেঞ্চুরি আটকানোটাই যেন ছিল বেন স্টোকসের প্রধান লক্ষ্য। সেই কারণেই তো তিনি তাড়াতাড়ি ম্যাচ করার জন্য হ্যান্ডশেক করতে চলে গিয়েছিলেন। কিন্তু জাদেজারাও ছিল নিজেদের সিদ্ধান্তে অনড়। সঙ্গে সঙ্গে ব্রিটিশ অধিনায়ককে প্রত্যাখ্যান করেছিল তারা। আর তাতেই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে জোর চর্চা। বেন স্টোকস এই ঘটনা নিয়ে ম্যাচের পরই খানিকটা কটুক্তির সুরে কথা বলেছিলেন। সময় নষ্ট না করে পাল্টা গৌতম গম্ভীরেরও।

ম্যাচ শেষেই গৌতম গম্ভীর জানিয়েছেন, “আমাদের দুই ক্রিকেটার তখন ৯০ এবং ৮৫ রানে দাঁড়িয়েছিল। ওদের কি সেই সময় সেঞ্চুরি প্রাপ্য ছিল না? এমনটা যদি ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে ঘটত তখন ওরা কী করত। ওরা কি তখন ড্র মেনে নিত? উত্তরটা কিন্তু না। আমাদের ছেলেরা অনেক সমস্যা সামলেছে, সেই সেঞ্চুরিটা ওদের প্রাপ্য ছিল। আমরা এখানে কাউকে খুশি করতে আসিনি”।

সোশ্যাল মিডিয়া জুড়ে স্টোকসের হ্যান্ডশেক প্রত্যাখ্যান করার ঘটনা এবং গম্ভীরের পাল্টা জবাব দেওয়া নিয়েই এখন জোর চর্চা। কার্যত সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে জাদেজা অপরাজিত ছিলেন ১০৭ রানে এবং ওয়াশিংটন সুন্দর অপরাজিত ছিলেন ১০১ রানে।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)।...