Saturday, November 15, 2025

হ্যান্ডশেক ঘটনা নিয়ে স্টোকসকে একহাত নিলেন গৌতম গম্ভীর

Date:

Share post:

হ্যান্ডশেক বিতর্ক নিয়ে এবার বেন স্টোকসকে (Ben Stokes) কার্যত তুলোধনা করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দল যে কাউকে খুশি করতে আসেনি  সেই কথা সাফ জানিয়ে দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টেস্টের শেষ দিন ম্যাচের ১৫ ওভার বাকি থাকতেই ফলাফল ছিল স্পষ্ট। ম্যাচ ড্র। কাজেই সেটাই যাতে তাড়াতাড়ি হয় এমন সময়ে হ্যান্ডশেক (Handshake) করে ম্যাচ শেষ করে দিতে চেয়েছিলেন। কিন্তু রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তা করতে নারাজ ছিলেন এবং ম্যাচও হয়েছে।

কারণ সেই সময় ভারতীয় দলের দুই ক্রিকেটার জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) দুজনেই ছিলেন সেঞ্চুরির কাছাকাছি। সেই পরিস্থিতিতে বেন স্টোকসের এমন কান্ড একেবারেই ভালো চোখে নেননি ভারতীয় দলের তারকা কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর সাফ বার্তা। ভারতীয় দল যা করেছে তা নাকি একেবারেই সঠিক। খাদের কিনারা থেকে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলকে বাঁচিয়েছিল চার ব্যাটার।

শুভমন গিল এবং কেল রাহুল যে লড়াইটা শুরু করে গিয়েছিলেন, সেটাই একেবারে সঠিকভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। কিন্তু তাদের সেঞ্চুরি আটকানোটাই যেন ছিল বেন স্টোকসের প্রধান লক্ষ্য। সেই কারণেই তো তিনি তাড়াতাড়ি ম্যাচ করার জন্য হ্যান্ডশেক করতে চলে গিয়েছিলেন। কিন্তু জাদেজারাও ছিল নিজেদের সিদ্ধান্তে অনড়। সঙ্গে সঙ্গে ব্রিটিশ অধিনায়ককে প্রত্যাখ্যান করেছিল তারা। আর তাতেই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে জোর চর্চা। বেন স্টোকস এই ঘটনা নিয়ে ম্যাচের পরই খানিকটা কটুক্তির সুরে কথা বলেছিলেন। সময় নষ্ট না করে পাল্টা গৌতম গম্ভীরেরও।

ম্যাচ শেষেই গৌতম গম্ভীর জানিয়েছেন, “আমাদের দুই ক্রিকেটার তখন ৯০ এবং ৮৫ রানে দাঁড়িয়েছিল। ওদের কি সেই সময় সেঞ্চুরি প্রাপ্য ছিল না? এমনটা যদি ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে ঘটত তখন ওরা কী করত। ওরা কি তখন ড্র মেনে নিত? উত্তরটা কিন্তু না। আমাদের ছেলেরা অনেক সমস্যা সামলেছে, সেই সেঞ্চুরিটা ওদের প্রাপ্য ছিল। আমরা এখানে কাউকে খুশি করতে আসিনি”।

সোশ্যাল মিডিয়া জুড়ে স্টোকসের হ্যান্ডশেক প্রত্যাখ্যান করার ঘটনা এবং গম্ভীরের পাল্টা জবাব দেওয়া নিয়েই এখন জোর চর্চা। কার্যত সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে জাদেজা অপরাজিত ছিলেন ১০৭ রানে এবং ওয়াশিংটন সুন্দর অপরাজিত ছিলেন ১০১ রানে।

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...