Sunday, November 9, 2025

মায়ের প্রাণভিক্ষা চেয়ে ইয়েমেনে আবেদন মিশেলের, মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নার্স

Date:

মৃত্যুদণ্ডের সাজা যেন কার্যকর না হয়—এই আবেদন নিয়েই ইয়েমেনে (Yemen) পৌঁছেছে মাত্র ১৩ বছরের এক কিশোরী। কেরলের বাসিন্দা, ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার (Nimisha Priya) প্রাণরক্ষা করতে তাঁর মেয়ে মিশেল নিজেই এগিয়ে এল। এক আবেগঘন ভিডিও বার্তায় সে জানায়, “আই লাভ মাই মাম্মি। দয়া করে আমার মাকে ফিরিয়ে দিন।”

২০১৭ সালে ইয়েমেনে স্থানীয় এক ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেফতার হন ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। ২০২০ সালে তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ইয়েমেনের আদালত। তবে মামলা ঘিরে একাধিক প্রশ্ন থাকায় দীর্ঘদিন ধরেই কূটনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলির তরফে তাঁর মুক্তির দাবি জানানো হচ্ছে। সম্প্রতি ইয়েমেনের প্রেসিডেন্ট রশাদ আল আলিমি ও হুতি নেতা মাহদি আল মাশাত নিমিশার মৃত্যুদণ্ডের অনুমোদন দেন। তার পর ভারত সরকারের চেষ্টায় আপাতত রায় স্থগিত রয়েছে।

এই প্রেক্ষিতেই মিশেল ও তার বাবা টমি থমাস ইয়েমেনে পৌঁছেছেন, সঙ্গে রয়েছেন গ্লোবাল পিস ইনিশিয়েটিভ-এর প্রতিষ্ঠাতা ড. কে এ পল। একটি ভিডিও বার্তায় মিশেল কাঁদতে কাঁদতে বলে, “দয়া করে আমার মাকে ফিরিয়ে দিন। আমি দশ বছর ধরে মাকে দেখিনি।” পাশে বসে থাকা টমি থমাসের আবেদন, “আমার স্ত্রীর জীবন রক্ষা করুন। ওঁকে যেন ভারতে ফেরার সুযোগ দেওয়া হয়।”

ড. কে এ পল এক বিবৃতিতে জানান, “নিমিশার মেয়ে মিশেল দীর্ঘদিন ধরে মায়ের সগ্ঙ পায়নি। এই পরিস্থিতিতে ইয়েমেন যদি মানবিকতার নজির দেখায়, তবে তা আন্তর্জাতিক স্তরে উদাহরণ হয়ে থাকবে।”ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ইয়েমেন সরকারের সঙ্গে একাধিক স্তরে যোগাযোগ রাখা হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও এ ঘটনায় মানবিক আবেদনের গুরুত্ব ক্রমেই বাড়ছে।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version