বিরোধীদের চাপের মুখে অপারেশন সিন্দুর ও সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে সংসদে আলোচনায় বাধ্য হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। সংসদে আলোচনা হলে কোন কোন প্রশ্নে বিদ্ধ করা হবে নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্ত্রিসভাকে, কি হবে বিরোধীদের রণকৌশল – তা নিয়ে আলোচনা করতে সোমবার সকালে বৈঠকে বসছে ইন্ডিয়া জোটের (I.N.D.I.A.) সদস্যরা। বাদল অধিবেশনের শুরুতে বিরোধী দলগুলি বৈঠকে বসলেও দলীয় কর্মসূচি থাকায় যোগ দিতে পারেনি তৃণমূল। সোমবারের বৈঠকে থাকবেন তৃণমূল সাংসদরাও।

সোমবার অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে লোকসভার আলোচনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বক্তব্য রাখবেন। মঙ্গলবার কেন্দ্রের বিজেপির মন্ত্রীরা অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার ও বিরোধীদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য রাজি হয়েছেন। কেন্দ্রের নীতি মেনে বিদেশে ভারতের সমর্থনে বার্তা নিয়ে যাওয়া প্রতিনিধি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অভিষেক। ফলে এই আলোচনায় অভিষেককে সমর্থনের বার্তা বিরোধী জোটের।

আরও পড়ুন: তৃণমূলের চাপে মাথা নোয়ালো কেন্দ্র! সিন্দুর নিয়ে সংসদে আলোচনা সোম ও মঙ্গলে

মোদি সরকার আলোচনার জন্য যে ১৬ ঘণ্টা বেধে দিয়েছে, তাতে আগেই অসন্তোষ প্রকাশ করেছে একাধিক বিরোধী দল। পহেলগাম হামলার (Pahalgam attack) নেপথ্য গাফিলতি থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে ট্রাম্পের দাবি প্রসঙ্গে জবাব দাবি করা হবে বিরোধীদের তরফে। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক সংসদে এই সব প্রশ্ন কঠোরভাবে তোলার বার্তা দিয়েছেন। সেই বার্তাকে জোরালো করতে সব বিরোধী দলের সাংসদদের সমর্থন দাবি করছে জোট। সেক্ষেত্রে কংগ্রেস সাংসদদের অনুপস্থিতিতে বিব্রত দল। সোমবার সব সাংসদকে উপস্থিত থাকার হুইপ জারি করা হয়েছে দলের তরফে।

–

–

–

–
–

–

–
–
–
–