পঞ্চম টেস্টের আগে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) উ্দ্দেশ্যে বিশেষ পরামর্শ রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। ওভালে টেস্ট জিততে হলে দলের বোলিং লাইনআপকেই অত্যন্ত সতর্কতার সঙ্গে বাছার পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। অশ্বিনের (Ravichandran Ashwin) স্পষ্ট বার্তা, ওভালে টেস্ট জিততে হলে ব্যাটিং নয়, দলের বোলিং লাইনআপ দিয়েই সেই কাজ করতে হবে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় এখন সকলে।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। প্রথম ইনিংসে না পারলেও, দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং লাইনআপ দুরন্ত লড়াই করেছে এবং ভারতকে একেবারে খাদের কিনারা থেকে রক্ষা করতে পেরেছে। শেষ দিন ভারতীয় দলের সেঞ্চুরির হ্যাটট্রিক হয়েছে। কিন্তু অশ্বিনের মত কিন্তু একেবারেই আলাদা। তাঁর মতে দলের ভালো ব্যাটিং দিয়ে টেস্ট ড্র করা সম্ভব কিন্তু ম্যাচ জেতা নাকি সম্ভব নয়।

নিজস্ব ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “দলের ব্যাটিং গভীরতা দিয়ে ম্যাচ জেতা যায় না। শুধুমাত্র ড্র করাই সম্ভব। সেই দিক উন্নত করো এবং সিদ্ধান্ত নাও। এমন সিদ্ধান্তে হারতেও পারো তবুও সেই সিদ্ধান্তটা নেওয়া হোক। যে বোলাররা উইকেট নিতে সক্ষম এমন বোলারদেরই দলে নেওয়া হোক। এমনভাবেই টেস্ট জেতা সম্ভব”।

ম্যাঞ্চেস্টারে দীর্ঘ লড়াইয়ের পর শেষপর্যন্ত ম্যাচ ড্র করেছে ভারতীয় দল। সেখানেই রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরদের লড়াই নিয়ে চলছে জোর আলোচনা। এতকিছুর মাঝেই অশ্বিনের বার্তা কিন্তু খানিকটা হলেও আলাদা।

–

–

–

–

–

–
–
–
–
–
–