Sunday, November 9, 2025

সপ্তাহের শুরুতেই বর্ষার ভ্রুকুটি! দক্ষিণ থেকে উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

মৌসুমী অক্ষরেখা প্রভাবে সপ্তাহের শুরুতেই ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। পূর্বাভাস (forecast) রয়েছে ভারী বৃষ্টির। সেই সঙ্গে উত্তরের তিন জেলাতেও ভারী বৃষ্টির (heavy rain) পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জুলাইয়ের শেষের বৃষ্টির রেশ বজায় থাকবে অগাস্টের শুরুতেও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়েই। ফলে সোম, মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সোমবার ভারী বৃষ্টির (heavy rain) কবলে উত্তর চব্বিশ পরগণা, নদিয়া, মূর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলায়। উত্তরবঙ্গের তিন জেলা – মালদহ, দক্ষিণ দিনাজপুর ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

একইভাবে বৃষ্টিতে ভিজবে মঙ্গলবারও। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই চব্বিশ পরগণা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে। দক্ষিণের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলেও রেহাই নেই উত্তরের জেলাগুলির। উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে।

আরও পড়ুন: বোলপুরে ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রী: বিকালে হাঁটবেন তিন কিলোমিটার পথ

বুধবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কিছু অংশে। অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি কমার পূর্বাভাস। সেই সঙ্গে বুধবার থেকে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির কমার বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর।

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version