Tuesday, November 4, 2025

হরিদ্বারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মন্দিরে পদপিষ্টের ঘটনা। এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttarpradesh)। পদপিষ্ট (stampede) হয়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জনের বেশি। উত্তরাখণ্ডের ঘটনা থেকে যে শিক্ষা নেয়নি যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রশাসন, তা ফের একবার প্রমাণিত সোমবারের ঘটনায়।

শ্রাবণ মাসে বিশেষত মহাদেব মন্দিরগুলিতে ভিড় হওয়ায় প্রস্তুত থাকে সব প্রশাসন। সোমবার ভক্তদের ভিড় অন্যান্য দিনের থেকে বেশিই থাকে। উত্তরপ্রদেশের বারাবাঁকি অবশানেশ্বর মন্দিরেও তাই সোমবার ভোর থেকে প্রবল ভিড় ছিল। আচমকাই বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালের উপর পড়লে আতঙ্ক ছড়ায় ভক্তদের মধ্যে। হুড়োহুড়ি করে পালাতে গেলে পরিস্থিতি পদপিষ্টের (stampede) পরিস্থিতি তৈরি হয়।

প্রশাসনের দাবি, বাঁদর বিদ্যুতের তার ছিঁড়ে দেওয়ায় বিপত্তি হয়। অন্তত ১৯ জন তড়িদাহত (electric shock) হয়েছেন বলে জানানো হয়। জলাভিষেকের জন্য অপেক্ষারত ভক্তরা পালানোর চেষ্টা করলে পদপিষ্ট (stampede) হন অন্তত ৩৫ জন। তার মধ্যে দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। দুজনের বয়সই ৩০-এর মধ্যে। বাকি অন্তত ২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: পুজো দিতে গিয়ে হুড়োহুড়ি, হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু!

যেভাবে মন্দিরে ভিড় নিয়ন্ত্রণে অসমর্থ হয়েছে যোগী প্রশাসন, তাতে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে ভক্তরা। ঘটনাস্থল থেকে ৩২ জনকে উদ্ধার করে হায়দারগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র পাঠানো হয়।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version