বারবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) রাজ্যকে না জানিয়ে জল ছাড়া নিয়ে সরব হয়েছেন। অভিযোগ করেছেন, DVC ড্রেজিং করে না বলে, জল ধারণ ক্ষমতা কমেছে বাঁধগুলির। সোমবার, বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে এই নিয়ে সরব হন মমতা। বলেন, “এবার যদি ড্রেজিং না করে, তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব। যাতে ওদের জলে ওদেরই থাকে।“
এবছর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে রাজ্যে। বর্ষার পাশাপাশি প্রায় প্রতিদিনই নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে। ফলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতির জন্য ডিভিসি-কে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, “ডিভিসি যেভাবে জল ছাড়ছে, তাতে জেলাগুলিকে ডুবিয়ে দিচ্ছে।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০ বছর ধরে ড্রেজিং করেনি DVC। ঠিকমতো ড্রেজিং হলে ৪ লক্ষ কিউসেক জল বেশি ধরা যেত বলে দাবি মুখ্যমন্ত্রীর। ডিভিসি-র জল আটকাতে এবার হুঙ্কার দেন মমতা। বলেন,“যাতে ঝাড়খণ্ড না ডোবে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার যদি ড্রেজিং না করে, তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব। যাতে ওদের জলে ওদেরই থাকে। জেলাগুলো না ডোবে। এটাই হবে আমাদের পরবর্তী প্ল্যানিং। গায়ে যতক্ষণ আঘাত না লাগে, ততক্ষণ বুঝতে পারে না কেউ।”
জল ছাড়া নিয়ে বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে ডিভিসি। চিঠি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলার দিকে জল ছাড়ে ডিভিসি। এমনকী দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছিলেন মমতা। এবার বাঁধের সামনে বাঁধ তৈরি কথা বললেন তিনি।
আরও খবর: বাংলার ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের ফেরানো ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, কাজ-ছাদ দেবে রাজ্য
–
–
–
–
–
–
–
–
–
–