Saturday, January 10, 2026

বাঘ দিবসে মাথা ব্যথা বেলাগাম চোরাচালান: অভিযুক্ত ‘পোষা-বাঘ’

Date:

Share post:

গোটা বিশ্ব যখন বন্যপ্রাণ রক্ষায় রীতিমত নীতি নির্ধারণ ও পরিবর্তন করে লড়াই চালাচ্ছে, সেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে পোষা বাঘ-সিংহের সংখ্যায় ব্যাপক বৃদ্ধি গোটা বিশ্বের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে সেখানে বাঘ (tiger) ও সিংহের (lion) সংখ্যা যেমন ব্যাপক হারে বেড়ে গিয়েছে, অন্যদিকে বেড়েছে চোরাই (smuggling) পশু চালান। বেড়েছে পশুর প্রতি অপরাধ। যার ফলে বাঘ দিবসে বাঘের সংখ্যা বাড়লেও তা বাঘের স্বাস্থ্যের পক্ষে কতটা লাভজনক, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

থাইল্যান্ডে বাড়িতে বা ক্যাফেতে বাঘ-সিংহ পোষা আইনত স্বীকৃত। সরকারি আইনকে ভরসা করেই চিড়িয়াখানার পাশাপাশি খামার, ক্যাফে, গৃহপালিত বাঘের সংখ্যা ব্যাপক বেড়েছে। থাইল্যান্ডে (Thailand) সরকারি হিসাবে বাঘের সংখ্যা যেখানে ২২৩, সেখানে পশুপ্রেমী সংগঠনগুলির হিসাবে সেই সংখ্যাটা ৫০০-র কাছাকাছি। লাওসেও (Laos) বাঘ-সিংহ পালন স্বীকৃত। সেখানেও সরকারি হিসাবে বাঘ মাত্র ২টি। অথচ কনসার্ভেশন অন ইন্টারন্যাশানাল ট্রেড ইন এনডেনজার্ড স্পিসিস-এর (CITES) হিসাব অনুযায়ী লাইসেন্সের বাইরে বাঘ পোষা হয়েছে।

এর ফলস্বরূপ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বত্র বাঘের চামড়া, দাঁত ও হাড়ের কালোবাজারির (smuggling) রমরমা চলছে। সেই সঙ্গে সমান তালে বেড়েছে এই সব চোরাই সামগ্রীর দাবি। সেখানেই প্রশ্ন উঠেছে কীভাবে বেআইনি এইসব দ্রব্যের আমদানি বাড়ল। বেড়েছে বেআইনিভাবে লাইগার ও টিগনের প্রজনন।

সাম্প্রতিক সময়ে চিনের টিকটক অ্য়াপের কল্যাণে এই দেশগুলিতে পোষ্যদের নিয়ে ভিডিও বানানোর প্রবণতা বেড়েছে। এক একজন টিকটকার কোটি টাকা উপার্জন করছেন নিজেদের ভ্লগে। ভ্লগারদের দাবি, বাঘ বা সিংহকে যে বাড়ির কুকুর ছানার মতো ভালোবাসা যায়, তার প্রচার করতেই তাঁরা এই ধরনের ভিডিও বানান।

আরও পড়ুন: ওবিসি জটে জয়েন্ট এন্ট্রান্স: সরকার ও বোর্ডের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

যেখান থেকে চোরাই কারবারের শুরু তা হল বাঘ ও সিংহের ব্যাপক প্রজনন (breeding)। এক একটি খামারে এক একটি বাঘ বছরে একবার বা দুবার অন্তত পাঁচটি করে শাবকের জন্ম দেয়। সিংহের ক্ষেত্রে সেই সংখ্যাটা আরও বেশি। সেই সব শাবক এক একটি স্থানীয় মুদ্রার ৫ লক্ষে। চাহিদা বেশি থাকলে তার দাম ৮ লক্ষ পর্যন্ত হয়। বছরে প্রতিটি খামারে প্রায় ৯০টি করে বাঘ সিংহ পালন হয়। সেই হারে বিক্রিও হয়। আর তারই পথ ধরে চোরা চালান।

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...