Friday, November 14, 2025

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন! ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা 

Date:

শহর কলকাতার লাইফ লাইন মেট্রো (Metro) পরিষেবায় জোর ধাক্কা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro Station)! সোমবার সন্ধ্যায় এমন কথাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। চারটি পিলারে ফাটলের জেরেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। আপাতত দক্ষিণেশ্বর (Dakshineswar Metro Station) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা। ফলে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।

ঘটনার সূত্রপাত সোমবার দুপুর নাগাদ। ১:০৫ মিনিটে কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। কী সমস্যা তা কিছুই জানানো হয়নি। দীর্ঘক্ষণ পর দক্ষিণেশ্বর থেকে ব্রিজি (Sahid Khudiram Metro Station) এলাকা পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল শুরু হয়। ফাঁকা রেক পাঠানো হচ্ছিল কবি সুভাষের স্টেশনের দিকে। যাত্রীরা আশঙ্কা করছিলেন, তাহলে কি বড় কোনও বিভ্রাট ঘটেছে? অবশেষে সোমবার সন্ধ্যায় নীরবতা ভেঙে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মে চারটি পিলারে ফাটল দেখা দিয়েছে। তার ফলেই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কবি সুভাষ স্টেশনে (ব্লু লাইনে) মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছে। ক্ষতির পরিমাণ কতটা তা জানার চেষ্টা করছেন ইঞ্জিনিয়াররা। যে পিলারগুলিতে ফাটল দেখা গিয়েছে, সেগুলির সঙ্গে ছাদ যুক্ত রয়েছে।মেরামতির কাজের জন্য আপাতত প্রান্তিক এই স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version