Monday, November 10, 2025

বাংলা সিরিয়ালে মুখ্যমন্ত্রীর গান, ‘চিরসখা’র আবেগে মিশেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা -সুর 

Date:

বাঙালির ড্রয়িং রুম জুড়ে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চিত জুটির নাম কমলিনী আর স্বতন্ত্র। তাঁদের স্বর্গীয় প্রেম ভালোবাসার সফরে যেন ‘চিরসখা’ (Chirosakha) হয়ে উঠেছেন দর্শকরা। লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) কলমে তৈরি এই সিরিয়ালের আবেগ অনুরাগ থেকে প্রেম বিরহের দৃশ্যে এবার ধরা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরারোপিত কয়েকটি গান। প্রথমবার বাংলা সিরিয়ালে মুখ্যমন্ত্রীর গান ব্যবহার করা হচ্ছে (Mamata Banerjee’s song in Bengali serial)। বাংলা ধারাবাহিকের ইতিহাসে নিঃসন্দেহে এ এক ব্যতিক্রমী এবং ঐতিহাসিক ঘটনা তো বটেই।

ক্লাইম্যাক্স থেকে প্রেম বিরহের দৃশ্যে গানের প্রয়োজন পড়লেই বাজছে মুখ্যমন্ত্রীর গান। ‘কমলিনী’ অপরাজিতা ঘোষ দাস ও ‘নতুন ঠাকুরপো’ সুদীপ মুখোপাধ্যায়ের বন্ধুত্ব থেকে অব্যক্ত প্রেমের অনুভূতিকে যেন যথোপযুক্ত করে তুলছে রাজ্যের প্রশাসনিক প্রধানের লেখা গানগুলি। কিন্তু সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গান বাজানো হচ্ছে, এটা নিয়ে কিছুটা দ্বিধাবিভক্ত ছিলেন দর্শকরা। বাংলার মুখ্যমন্ত্রী যে সিনেমা সিরিয়াল থেকে শুরু করে খেলা সংস্কৃতির আঙিনায় সবসময় উৎসাহ প্রদান করেন তা সকলের জানা। তবুও দশকে যারা নিশ্চিত হতে পারছিলেন না। অবশেষে মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়। প্রযোজক-লেখিকা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি গান আমাদের ‘চিরসখা’ সিরিয়ালে ব্যবহার করা হচ্ছে। ওঁর তিন চারটি গান ফিরে ফিরে বারবার বাজানো হচ্ছে সিরিয়ালে। সঙ্গে রবীন্দ্রনাথের গান সহ আরও নানা বাংলা গান ব্যবহার করেছি আমরা। কী গান বাজানো হবে তা শুধুমাত্র আমরা একা ঠিক করি না। চ্যানেলও সিদ্ধান্ত নেয়। স্টার জলসা চ্যানেল ও আমাদের যৌথ সিদ্ধান্তে ব্যবহার করা হচ্ছে গানগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গানগুলি ইন্দ্রনীল সেন ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা গেয়েছেন। দর্শকদের ভাল লাগলেই আমরা খুশি।” এখনও পর্যন্ত যে টিআরপি রিপোর্ট উঠে এসেছে তাতে বোঝাই যাচ্ছে ‘চিরসখা’ দশকের বেশ পছন্দ হয়েছে। আর সেখানে মুখ্যমন্ত্রীর গানের ব্যবহার সত্যিই এক ব্যতিক্রমী আর বিশেষ পাওনা।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version