Tuesday, August 12, 2025

নিম্নচাপ-ঘূর্ণাবর্ত জুটির লম্বা ইনিংসের আশঙ্কা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

দিন দুয়েকের বিরতি কাটিয়ে এর লম্বা ইনিংস খেলতে তৈরি মৌসুমী অক্ষরেখা। নিম্নচাপ-ঘূর্ণাবর্ত জুটির দাপট শুরু হয়েছে সোমবার সন্ধ্যার পর থেকেই। রাত যত বেড়েছে ততই ভারী বর্ষণ (Heavy Rain) হয়েছে জেলায় জেলায়। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, এই মুহূর্তে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, ঝুনঝুনু হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ অঞ্চল ছুঁয়ে ডালটনগঞ্জ, পুরুলিয়া বরাবর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগ চলবে। মঙ্গল- বুধে দক্ষিণবঙ্গের জেলায় ভারী বর্ষণ হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারের পর ঝড় বৃষ্টি কমবে।হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, দিনরাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই কমবে না। তবে উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামছে না। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।বৃহস্পতিবার থেকে উত্তরের পাঁচ জেলায় শুরু হবে ভারী বর্ষণ। রবিবার পর্যন্ত একাধিক জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version