Wednesday, August 20, 2025

পঞ্চম টেস্টের আগেই বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তথ্য প্রকাশ্যে

Date:

পঞ্চম টেস্টে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) কী খেলবেন, এই নিয়েই ধোঁয়াশা এখন পর্যন্ত কাটেনি। এর মাঝেই সকলের সামনে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তথ্য সকলের সামনে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তিনটি টেস্ট খেলা হয়ে গিয়েছে বুমরার (Jasprit Bumrah)। সেখানেই তাঁর ওয়ার্কলোড কেমনভাবে ম্যানেজ করা হয়েছে সেই তথ্য এবার প্রকাশ্যে। তাঁর শরীরের কথা ভেবেই নাকি এক টেস্টে ৪৫ ওভারের বেশি বোলিং না করানোরই পরামর্শ দেওয়া হয়েছিল।

আর সেই কারণেই যে জসপ্রীত বুমরাকে প্রতি ইনিংসে কম ওভার বোলিং করতে দেখা গিয়েছে তা একপ্রকার স্পষ্ট। এবার তাঁকে পঞ্চম টেস্টেও খেলানো হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। চতুর্থ টেস্টে সব মিলিয়ে জসপ্রীত বুমরাহ বোলিং করেছিলেন ৩৩ ওভার। কিন্তু পঞ্চম টেস্টে কী তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে তা নিয়েই চলছে জোর জল্পনা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) চোট পাওয়ার পর থেকেই তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে বাড়তি নজর দিয়েছিল বিসিসআই (BCCI)। সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে বেঁধে দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরার বোলিং ওভারের সংখ্যাও। ৪৫ ওভারের বেশি বোলিং করতে পারবেন না জসপ্রীত বুমরাহ। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। সেই মতো লিডস টেস্টে ৪৩ ওভার বোলিং করেছিলেন তিনি।

এই সিরিজ শুরু হওয়ার আগেই তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলে তিনটি টেস্ট খেলার কথা বলা হয়েছিল। ইতিমধ্যেই বুমরাহ খেলে ফেলেছেন তিনিটি টেস্ট। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version