Sunday, November 2, 2025

১৫-১৬ বছর ধরে ভারতীয় পরিচয়ে আত্মগোপন করেছিলেন এক বাংলাদেশি নাগরিক। দুই দেশের ভোটার কার্ড রাখার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থানার পুলিশ গ্রেফতার করল আকবর আলী মোল্লা নামের এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারী পাড়ায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন বুধবার তাঁকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ।

তদন্তে জানা গেছে, অভিযুক্তের আসল নাম মহম্মদ আকবর আলি গাজী। তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি বাংলাদেশি ভোটার কার্ড (Voter Card) উদ্ধার হয়েছে, যেখানে তাঁর নাম উল্লেখ রয়েছে গাজী পদবিতে। অথচ ভারতে তিনি আকবর আলি মোল্লা নামে দীর্ঘদিন বসবাস করছিলেন এবং স্থানীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভোটার তালিকায় নাম তোলেন বলেই অভিযোগ।

পুলিশ এই ঘটনার পিছনে থাকা সমস্ত তথ্য খতিয়ে দেখছে। কীভাবে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন, কে বা কারা তাঁকে সাহায্য করেছিল, কীভাবে পরিচয়পত্র তৈরি করেছিলেন— এইসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। গোটা ঘটনার পেছনে কোনও বৃহত্তর চক্র কাজ করছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির প্রশ্নে ফের একবার প্রশ্নের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ভূমিকা। আরও পড়ুনঃ ইন্দো-সিঙ্গাপুর লগ্নিতে নতুন দিশা: USEL-এর চেয়ারম্যান প্রসূনের লগ্নির প্রস্তাবকে স্বাগত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version