Wednesday, November 12, 2025

ওভালে মরণবাঁচন লড়াইয়ে নেই বুমরাহ! ছিটকে গেলেন স্টোকসও

Date:

বৃহস্পতিবার থেকে ওভালে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) পঞ্চম তথা শেষ টেস্ট শুরু হচ্ছে। ম্যাঞ্চেস্টারে ম্যাচ ড্র হওয়ায়, এখনও সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে শুভমান গিলরা (Shubman Gill)। ফলে শেষ ম্যাচ ভারতের জন্য মরণবাঁচন লড়াই। কিন্তু সেখানে সম্ভবত জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) পাবে না টিম ইন্ডিয়া। অন্যদিকে বিপাকে পড়েছে ইংল্যান্ডও। পঞ্চম টেস্ট শুরুর আগের দিনই জানা গেল, চোটের কারণে বৃহস্পতিবার মাঠে নামতে পারবেন না ইংরেজ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। শুধু তাই নয় জোফ্রা আর্চার, লিয়াম ডসন এবং ব্রাইডন কার্স খেলতে পারবেন না ওভাল টেস্টে।

চলতি সিরিজে নিজেদের দাপট বজায় রেখেছে ইংল্যান্ড। এর আগের ম্যাচগুলোতে কখনও কখনও ভারতীয় টিমকে শক্তিশালী জায়গায় মনে হলেও দিনের শেষে এগিয়ে ব্রিটিশ বাহিনী। খুব স্বাভাবিকভাবেই পঞ্চম টেস্ট ড্র হলেও সিরিজ নিজেদের পকেটে রাখবেন স্টোকসরা। ম্যাঞ্চেস্টারে চোট দিয়ে প্রথমে ব্যাট হাতে সেঞ্চুরি এবং পরে বল নিয়ে ভালো পারফর্ম করার পর এবার শেষ ম্যাচ খেলতে পারবেন না ইংরেজ অধিনায়ক। এছাড়াও ইংল্যান্ডের আরও তিন প্লেয়ারের না থাকাটা ভারতকে কতটা অ্যাডভান্টেজ রাখবে সেটা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। যার প্রধান কারণ হল বুমরাহ নির্ভরশীলতা কাটিয়ে উঠতে না পারা। সিরিজের প্রথম থেকেই ঠিক ছিল, ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবেন তারকা পেসার। সেই মতো এই ম্যাচে বুমরাহের না খেলার কথা। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং কোচ জানিয়েছেন জশপ্রীত সম্পূর্ণ ফিট রয়েছেন। ম্যাঞ্চেস্টারে যেভাবে বোলিং ব্যর্থতা ভারতকে ডুবিয়েছে সেখানে দাঁড়িয়ে ‘বুম বুম’ ম্যাজিক ছাড়া ভারতের মাঠে নামাটা একটু বেশি ঝুঁকির হয়ে যাবে কিনা তা নিয়েই আলোচনায় ব্যস্ত কোচ ও টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version