Sunday, August 24, 2025

বৃহস্পতিবার থেকে ওভালে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) পঞ্চম তথা শেষ টেস্ট শুরু হচ্ছে। ম্যাঞ্চেস্টারে ম্যাচ ড্র হওয়ায়, এখনও সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে শুভমান গিলরা (Shubman Gill)। ফলে শেষ ম্যাচ ভারতের জন্য মরণবাঁচন লড়াই। কিন্তু সেখানে সম্ভবত জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) পাবে না টিম ইন্ডিয়া। অন্যদিকে বিপাকে পড়েছে ইংল্যান্ডও। পঞ্চম টেস্ট শুরুর আগের দিনই জানা গেল, চোটের কারণে বৃহস্পতিবার মাঠে নামতে পারবেন না ইংরেজ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। শুধু তাই নয় জোফ্রা আর্চার, লিয়াম ডসন এবং ব্রাইডন কার্স খেলতে পারবেন না ওভাল টেস্টে।

চলতি সিরিজে নিজেদের দাপট বজায় রেখেছে ইংল্যান্ড। এর আগের ম্যাচগুলোতে কখনও কখনও ভারতীয় টিমকে শক্তিশালী জায়গায় মনে হলেও দিনের শেষে এগিয়ে ব্রিটিশ বাহিনী। খুব স্বাভাবিকভাবেই পঞ্চম টেস্ট ড্র হলেও সিরিজ নিজেদের পকেটে রাখবেন স্টোকসরা। ম্যাঞ্চেস্টারে চোট দিয়ে প্রথমে ব্যাট হাতে সেঞ্চুরি এবং পরে বল নিয়ে ভালো পারফর্ম করার পর এবার শেষ ম্যাচ খেলতে পারবেন না ইংরেজ অধিনায়ক। এছাড়াও ইংল্যান্ডের আরও তিন প্লেয়ারের না থাকাটা ভারতকে কতটা অ্যাডভান্টেজ রাখবে সেটা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। যার প্রধান কারণ হল বুমরাহ নির্ভরশীলতা কাটিয়ে উঠতে না পারা। সিরিজের প্রথম থেকেই ঠিক ছিল, ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবেন তারকা পেসার। সেই মতো এই ম্যাচে বুমরাহের না খেলার কথা। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং কোচ জানিয়েছেন জশপ্রীত সম্পূর্ণ ফিট রয়েছেন। ম্যাঞ্চেস্টারে যেভাবে বোলিং ব্যর্থতা ভারতকে ডুবিয়েছে সেখানে দাঁড়িয়ে ‘বুম বুম’ ম্যাজিক ছাড়া ভারতের মাঠে নামাটা একটু বেশি ঝুঁকির হয়ে যাবে কিনা তা নিয়েই আলোচনায় ব্যস্ত কোচ ও টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট।

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version