টানা বৃষ্টি ও জল জমে থাকার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ডেঙ্গি সংক্রমণ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র গত দু’মাসেই দক্ষিণবঙ্গে আড়াই হাজারের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় উঠে এসেছে উত্তরবঙ্গের মালদহ জেলার নামও। তবে সর্বাধিক সংক্রমণ ধরা পড়েছে দক্ষিণবঙ্গের ছ’টি জেলায়।
এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। গত দু’মাসে সেখানে ৪৬৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, যেখানে আক্রান্তের সংখ্যা ৪৩৭। পাশাপাশি, উত্তরবঙ্গের মালদহেও সংক্রমণের মাত্রা ঊর্ধ্বমুখী—সেখানে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২৫০ ছাড়িয়েছে।
পশ্চিম মেদিনীপুরে ৬২ জন, পূর্ব মেদিনীপুরে ৫১ জন, ঝাড়গ্রামে ৪২ জন এবং ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় ৫১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, বছরের শুরুতে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও টানা বর্ষণে পরিস্থিতির অবনতি হয়েছে। জমে থাকা জল মশার বংশবিস্তার ঘটিয়েছে। শহরাঞ্চলের পরিত্যক্ত বাড়ি, নর্দমা ও আবর্জনার স্তূপে মিলছে বিপুল পরিমাণ মশার লার্ভা।
স্বাস্থ্য দফতর এবং স্থানীয় পুরসভাগুলির উদ্যোগে ইতিমধ্যেই সচেতনতামূলক প্রচার, জমা জল অপসারণ ও নজরদারি অভিযান শুরু হয়েছে। তবে সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। স্বাস্থ্য কর্তৃপক্ষের আশঙ্কা, বর্ষা শেষের দিকেই ডেঙ্গি সংক্রমণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। সেই পরিস্থিতি এ বছরও ব্যতিক্রম নয় বলেই সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন – বেঙ্গালুরুতে আল কায়দার জঙ্গি সন্দেহে ধৃত মহিলা, গুজরাট ATS-এর জালে অভিযুক্ত
_
_
_
_
_
_
_
_
_
_
_