Wednesday, January 14, 2026

ওভালে মরণবাঁচন লড়াইয়ে নেই বুমরাহ! ছিটকে গেলেন স্টোকসও

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে ওভালে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) পঞ্চম তথা শেষ টেস্ট শুরু হচ্ছে। ম্যাঞ্চেস্টারে ম্যাচ ড্র হওয়ায়, এখনও সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে শুভমান গিলরা (Shubman Gill)। ফলে শেষ ম্যাচ ভারতের জন্য মরণবাঁচন লড়াই। কিন্তু সেখানে সম্ভবত জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) পাবে না টিম ইন্ডিয়া। অন্যদিকে বিপাকে পড়েছে ইংল্যান্ডও। পঞ্চম টেস্ট শুরুর আগের দিনই জানা গেল, চোটের কারণে বৃহস্পতিবার মাঠে নামতে পারবেন না ইংরেজ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। শুধু তাই নয় জোফ্রা আর্চার, লিয়াম ডসন এবং ব্রাইডন কার্স খেলতে পারবেন না ওভাল টেস্টে।

চলতি সিরিজে নিজেদের দাপট বজায় রেখেছে ইংল্যান্ড। এর আগের ম্যাচগুলোতে কখনও কখনও ভারতীয় টিমকে শক্তিশালী জায়গায় মনে হলেও দিনের শেষে এগিয়ে ব্রিটিশ বাহিনী। খুব স্বাভাবিকভাবেই পঞ্চম টেস্ট ড্র হলেও সিরিজ নিজেদের পকেটে রাখবেন স্টোকসরা। ম্যাঞ্চেস্টারে চোট দিয়ে প্রথমে ব্যাট হাতে সেঞ্চুরি এবং পরে বল নিয়ে ভালো পারফর্ম করার পর এবার শেষ ম্যাচ খেলতে পারবেন না ইংরেজ অধিনায়ক। এছাড়াও ইংল্যান্ডের আরও তিন প্লেয়ারের না থাকাটা ভারতকে কতটা অ্যাডভান্টেজ রাখবে সেটা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। যার প্রধান কারণ হল বুমরাহ নির্ভরশীলতা কাটিয়ে উঠতে না পারা। সিরিজের প্রথম থেকেই ঠিক ছিল, ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবেন তারকা পেসার। সেই মতো এই ম্যাচে বুমরাহের না খেলার কথা। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং কোচ জানিয়েছেন জশপ্রীত সম্পূর্ণ ফিট রয়েছেন। ম্যাঞ্চেস্টারে যেভাবে বোলিং ব্যর্থতা ভারতকে ডুবিয়েছে সেখানে দাঁড়িয়ে ‘বুম বুম’ ম্যাজিক ছাড়া ভারতের মাঠে নামাটা একটু বেশি ঝুঁকির হয়ে যাবে কিনা তা নিয়েই আলোচনায় ব্যস্ত কোচ ও টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট।

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...