Wednesday, August 20, 2025

আচমকা R G Kar-এর কার্ডিওলজিতে হাউসস্টাফশিপের আসন বৃদ্ধি! বেনিয়মের অভিযোগ ছাত্রদের, মানতে নারাজ কর্তৃপক্ষ

Date:

ফের চর্চায় R G Kar মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এবার অভিযোগ, আচমকা কার্ডিওলজিতে হাউসস্টাফশিপের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অভিযোগ, কার্ডিওলজি বিভাগে নতুন করে ১২টি আসন‌ বেড়েছে। এই নিয়ে বেনিয়মের অভিযোগে সরব জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন (WBJDA)। তাদের পক্ষ থেকে PHA-র সভানেত্রী ডাঃ শশী পাঁজার হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। যদিও আর জি কর কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনেই ভর্তি হয়েছে।

নতুন-পুরনো মিলিয়ে R G Kar মেডিক্যাল কলেজ হাউসস্টাফ শিপের ১০৫টি আসন আছে। তার মধ্যে নতুনদের জন্য বরাদ্দ ৮৪ আসন। সাপ্লি ব্যাচের জন্য বরাদ্দ ২১ আসন। কিন্তু জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, সাপ্লি ব্যাচের জন্য আসন আচমকা সোমবার বাড়িয়ে ২১ থেকে ৩৩ করা হয়েছে। আর এই ১২টি আসন‌ই বেড়েছে কার্ডিওলজি বিভাগে। এই নিয়ে বেনিয়মের অভিযোগে সরব WBJDA।

WBJDA-এর তরফে সৌরভ দাস বলেন, ”এই বেনিয়মের অভিযোগ ছাত্ররা করছেন। এর জবাব আর জি করের অধ্যক্ষ, MSVP এবং স্বাস্থ্যভবনকে দিতে হবে।” সৌরভের আরও অভিযোগ, স্বাস্থ্যভবনে এখনও অনেকে আছেন, যাঁরা সরকারকে কালিমালিপ্ত করতে কাজ করে চলেছেন। যদি বেনিয়ম হয়ে থাকে তার দায় তাদের নিতে হবে বলে দাবি WBJDA। এই বিষয়ে PHA-র সভানেত্রী ডাঃ শশী পাঁজার হস্তক্ষেপের আর্জি জানিয়েছে WBJDA।

তবে, R G Kar মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে বেনিয়মের অভিযোগ মানা হয়নি। অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় জানান, নিয়ম মেনেই ভর্তি করা হয়েছে। প্রতিবার যে সংখ্যক আসনে ভর্তি হয় এবারও সেটাই করা হয়েছে। অতিরিক্ত ১২টি আসনেের বিষয়ে অধ্যক্ষের মত, ওই সংখ্যার সংস্থান আগে থেকেই ছিল।
আরও খবরনাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনছে রাজ্য, তৈরি প্রাথমিক খসড়া

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...
Exit mobile version