বুধের বৃষ্টি ভেজা সকালে দক্ষিণবঙ্গের সর্বত্রই বর্ষার চেনা ছবিটা ধরা পড়েছে। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে উত্তর বাংলাদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সরে এসেছে ঘূর্ণাবর্ত, দোসর অক্ষরেখা। সঙ্গে আবার রয়েছে নিম্নচাপ। সবমিলিয়ে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট চলবে। দক্ষিণবঙ্গে আজ দফায় দফায় ভারী বর্ষণের (Heavy rain) পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস (Weather Department)জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত আকাশের অবস্থার বদল হবে না। এদিন পূর্ব ও-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরে। সমুদ্রজীবীদের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। উপকূলের নিচে এলাকায় জল জমার আশঙ্কার পাশাপাশি বৃষ্টির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাবে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–