Tuesday, August 26, 2025

খাস কলকাতা থেকে এবার গ্রেফতার এক বাংলাদেশি মহিলা (Bangladeshi Woman)। পেশায় তিনি সেদেশের মডেল বলে জানা গিয়েছে। এদিন পার্কস্ট্রিট (Parkstreet) থানার পুলিশ এই বাংলাদেশি মহিলাকে যাদবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। ধৃতের নাম শান্তা পাল (Shanta Paul)। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার, আধার কার্ড। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে তাঁর কাছে আধার-ভোটার এল। সেগুলি আদৌ বৈধ কিনা সেই নিয়েই শুরু হয়েছে তদন্ত। সূত্রের খবর, অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন এই মহিলা। ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ঠিকানা দিয়ে থাকতেন তিনি। শান্তা (Shanta Paul) কিছুদিন আগে ঠাকুরপুকুর থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। সেখানেও অন্য একটি ঠিকানা দিয়েছিলেন তিনি।

তদন্তে উঠে এসেছে, বাংলাদেশের দুই নামী সংস্থারও মডেল ছিলেন তিনি। একাধিক সুন্দরী প্রতিযোগিতায় নামও দিয়েছিলেন। গ্রেফতারির পরে পুলিশের সন্দেহ হয় একজন মানুষের এতগুলো ঠিকানা কীভাবে থাকতে পারে? তদন্ত শুরু হয়। তারপর ধৃতের কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়। বাংলাদেশের মাধ্যমিকস্তরের অ্যাডমিট কার্ড ও বিমানসংস্থার আইডি কার্ডও পাওয়া গিয়েছে। কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন শান্তা সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। তার জন্য UIDAI কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে লালবাজারের তরফে। শান্তার ফ্ল্যাট থেকে পাওয়া ভোট কার্ড বৈধ কি না এবং কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছেন তিনি, সেটা জানতে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হয়েছে। এমনকি রেশন কার্ডের নথির বিষয়ে জানতে খাদ্য দফতরে যোগাযোগ করা হচ্ছে।

Related articles

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...
Exit mobile version