পঞ্চম টেস্টেও ভারতীয় দলে সুযোগ হল না কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে (Oval Test) চার বদল ভারতীয় দলের। চোট সারিয়ে এই ম্যাচেই দলে ফিরলেন আকাশদীপ (Akashdeep) একইসঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণাও (Prasidh Krishna) সুযোগ পেয়েছেন প্রথম একাদশে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে সেটা নিয়েই ছিল সবচেয়ে বেশি জল্পনা। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা কুলদীপ যাদবকে খেলানোরই বার্তা দিচ্ছিলেন। কিন্তু শেষপর্যন্ত সেটা আর হল না। তিন পেসারেই খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

তবে ম্যানেজমেন্টের এই দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে করুন নায়ারের (Karun Nair) দলে সুযোগ পাওয়া নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে। চলতি সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন করুন নায়ার। গত ম্যাচে তাঁকে বসিয়ে শার্দূল ঠাকুরকে খেলানো হলেও এই ম্যাচে ফের সেই করুন নায়ারের ওপরই ভরসা রাখে হয়েছে। যদিও গত ম্যাচে শার্দূল ঠকুরও ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছিলেন বারবার।

🚨 Toss and Team Update 🚨
England win the toss in the 5th Test and elect to field.
A look at #TeamIndia‘s Playing XI for the 5th and Final Test 👌👌
Updates ▶️ https://t.co/Tc2xpWNayE#ENGvIND pic.twitter.com/fxzEfXEzLA
— BCCI (@BCCI) July 31, 2025
তবে ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় স্বস্তি আকাশদীপের সুস্থ হয়ে দলে ফেরা। এছাড়াও পঞ্চম টেস্টে ভারতীয় দলে ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সুযোগ না হওয়া নিয়ে অনেকেই কিন্তু হতবাক হয়েছেন। ওভাল টেস্টে ভারতীয় দলের কাছে সিরিজ ড্র করার সুযোগ। সিরিজ ড্র করতে হলে এই টেস্ট জিততেই হবে ভারতীয় দলকে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–