Sunday, November 2, 2025

দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে আজ বিকেলে সমন্বয় বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

বাঙালির প্রাণের শারদীয় উৎসব আসতে আর বেশি দেরি নেই। কলকাতা থেকে জেলা সর্বত্রই পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে। পটুয়াপাড়ায় জোর কদমে চলছে প্রতিমা তৈরীর কাজ। দুর্গাপুজো (Durga Pujo) নিয়ে কোমর বাঁধছেন পুজো উদ্যোক্তারা। এবার প্রস্তুতি শুরু করে দিলেও রাজ্য সরকারও (Govt of WB)। আজ পুজো কমিটির প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের নিয়ে সমন্বয় বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিকেল পাঁচটা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও পুজো উদ্যোক্তা, প্রশাসনের শীর্ষ আধিকারিক, কলকাতা পুরসভা (KMC), দমকল, সিইএসসি, বিদ্যুৎ দফতরের আধিকারিক, পুলিশ ও স্বাস্থ্য দফতরের কর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এই বছর দুর্গাপুজো সেপ্টেম্বরের শেষেই শুরু হয়ে যাচ্ছে। ২১ সেপ্টেম্বর মহালয়া, ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী। গত বছর রাজ্যের ক্লাবগুলিকে দুর্গাপুজো আয়োজনের জন্য ৮৫ হাজার টাকা করে অনুদান দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজনৈতিক মহলের ধারণা প্রতি বছরের মতো এবারও বৈঠক থেকেই দুর্গাপুজো (Durga Pujo) কমিটিগুলিকে সরকারি অনুদানের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে টাকার অংকটা এক লক্ষ হবে কিনা, এই প্রশ্নের উত্তর মিলবে বৃহস্পতির বিকেলে। সূত্রের খবর, আজকের বৈঠক থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে বৈঠকে পরিবেশবান্ধব পুজো, শব্দবিধি, যান চলাচল ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক দিক নির্দেশও দেওয়া হবে। এই বছরের বৈঠকে বিশেষ নজর দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দিকে। প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ-সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্দেশ্য, দুর্গাপুজোকে সর্বজনীন উৎসব হিসেবে তুলে ধরা।উৎসবের দিনগুলিতে বিদ্যুৎ, জল, স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই বৈঠক বলে জানিয়েছে নবান্ন।

 

Related articles

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...
Exit mobile version