Wednesday, January 14, 2026

আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষ! ডাবলিনে পিটুনির শিকার ভারতীয় বংশোদ্ভূত যুবক

Date:

Share post:

আবারও বর্ণবিদ্বেষের ভয়াবহ ছবি সামনে এল আয়ারল্যান্ড (Ireland) থেকে। রাজধানী ডাবলিনের (Dublin) রাস্তায় প্রকাশ্যে এক ভারতীয় বংশোদ্ভূত (Indian origin) ব্যক্তিকে নির্মমভাবে মারধর করল একদল যুবক। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সন্তোষ যাদব নামের ওই ব্যক্তি। তাঁর দাবি, এই হামলা ছিল একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত এবং বর্ণবিদ্বেষপ্রসূত। ঘটনার পর থেকেই আইরিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

সন্তোষ যাদব জানিয়েছেন, রাতের খাবার খেয়ে নিজের অ্যাপার্টমেন্টের দিকে হাঁটছিলেন তিনি। সেই সময় পিছন থেকে ছয় জন যুবক তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ছিনিয়ে নেয় তাঁর চশমা, তা ভেঙে ফেলার পর শুরু হয় বেধড়ক মারধর। তাঁর মাথা, মুখ, ঘাড়, বুকে ও পায়ে একের পর এক ঘুষি-লাথি মারতে থাকে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ফুটপাতে ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয় ব্লাঙ্কার্ডস্টাউন হাসপাতালে ভর্তি করা হয় সন্তোষকে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর গালের হাড় ভেঙে গিয়েছে।

এই ঘটনার কথা LinkedIn-এ নিজেই জানিয়েছেন সন্তোষ যাদব। তিনি লিখেছেন, “এই আক্রমণ শুধু আমার উপর নয়, ভারতীয় সম্প্রদায়ের উপর। ভারতীয়দের বিরুদ্ধে হিংসার ঘটনা বেড়েই চলেছে আয়ারল্যান্ডে। অথচ প্রশাসন চুপ। কিন্তু কেউ কিছু করছে না।” ঘটনার নিন্দা করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, “ভয়ানক অভিজ্ঞতা! দ্রুত সেরে উঠুন।” কেউ আবার লিখেছেন, “সবচেয়ে খারাপ হচ্ছে সরকারের নীরবতা। কোনও পদক্ষেপ নেই, কোনও ব্যবস্থা নেই।”

সন্তোষ যাদব এই পোস্টে ট্যাগ করেছেন আয়ারল্যান্ড সরকার, ভারতীয় দূতাবাস, ভারতের বিদেশ মন্ত্রক এবং আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্রকে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। আরও পড়ুনঃ হায়দরাবাদ বিমানবন্দরে মহিলার ব্যাগ থেকে উদ্ধার ৪০০ কেজি গাঁজা

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...