এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে থাকা রোগীদের মধ্যে। জানা গিয়েছে জরুরি বিভাগের (Emergency Department) ডিসপ্লে বোর্ডে হঠাৎ করেই আগুন লেগে যায়। যদিও আগুন ছড়িয়ে পড়ার আগেই হাসপাতালের ফায়ার ব্রিগেডই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাই আগুন খুব বেশি ছড়াতে পারেনি। রোগীদের সুরক্ষার কথা ভেবে এসএসকেএম হাসপাতালের ইমারজেন্সিতে আগুন লাগার পরেই, ওই এলাকার সামনে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়। আপাতত সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তবে জানা গিয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সকালের দিকে রোগীর সংখ্যা অনেকটাই বেশি থাকে তাই দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। স্বাভাবিকভাবেই হঠাৎ এহেন দুর্ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরে, বিশেষ করে জরুরি বিভাগের সামনে চিন্তায় পড়ে যান রোগীর আত্মীয়রা। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। আরও পড়ুন: তদন্তে গাফিলতি! প্রমাণের অভাবে মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সাধ্বী-সহ ৭ অভিযুক্ত

–

–

–

–

–

–
–

–

–
–
–
–
–