Friday, November 14, 2025

‘বাংলাদেশি-রোহিঙ্গা’ বলিয়ে নিতে নির্মম অত্যাচার: হরিয়ানায় নাথুরাম বিশ্বাসের ভয়ানক অভিজ্ঞতা

Date:

Share post:

শুধু মুসলিম নয়, হিন্দুরা বাংলা বললেও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তুলে নিয়ে গিয়ে করা হচ্ছে নির্মম অত্যাচার। হরিয়ানা (Haryana) পালিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার ব্যবসায়ী নাথুরাম বিশ্বাস। তিনি স্পষ্ট জানালেন, শুধু মুসলিম নয়, হিন্দুদেরও তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে। নির্যাতন এমন পর্যায়ে পৌঁছচ্ছে যে অনেকে ভয়ে মিথ্যা কথা বলতে বাধ্য হচ্ছেন। নিজেরা ‘বাংলাদেশী’ বললেই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। পরে তুলে নিয়ে গিয়ে পুশব্যাক করা হচ্ছে। সংবাদমাধ্যমে একের পর এক ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন নাথুরাম।

অশোকনগরের দক্ষিণপল্লির বাসিন্দা নাথুরাম বিশ্বাস (Nathuram Biswas)। ২৭ বছর ধরে হরিয়ানার গুরগাঁওয়ের সেক্টর ফাইভ এলাকায় ঠিকাদারি ব্যবসা করেন। থাকেন গুরগাঁওয়ের শীতলা কলোনিতে। তাঁর কাছে কাজ করা শ্রমিকদের অধিকাংশই মুসলিম। তাঁরা নয় পশ্চিমবঙ্গ, নয় অসমের বাসিন্দা। তবে ভাষা সবারই বাংলা। নাথুরামের অভিযোগ, এই বাংলা বলার ‘অপরাধে’ তাঁদের সবাইকে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে খবর তাঁর কানে এলেও তিনি ভেবেছিলেন ধর্ম দেখে বোধ হয় এই নির্যাতন চলছে। পরে তুমি জানতে পারেন বিষয়টা ধর্মের নয়, বিষয়টা ভাষার। প্রচুর বাঙালি হিন্দুকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশী, রোহিঙ্গা তকমা দিয়ে চূড়ান্ত মারধর করা হচ্ছে। অত্যাচার এমন পর্যায়ে পৌঁছচ্ছে যে অনেকে সারা জীবন আর কাজই করতে পারবেন না- এমন ভয় পাচ্ছেন।

নাথুরামের জানান, রাত ১১-১২টা বা ভোর তিনটে থেকে চারটের মধ্যে হরিয়ানা পুলিশ বাঙালি শ্রমিকদের তুলে নিয়ে গিয়ে আটকে রেখে অকথ্য অত্যাচার চালাত। পুরনো বাড়ির দলিল, ভোটার আইকার্ড, আধার কার্ড- কোন কিছু দেখালেই রেহাই মিলত না। ভারতীয় প্রমাণ করতে পুলিশ স্বাধীনতার আগের নথি চাইত বলে অভিযোগ। অত্যাচারের ভয় কেউ কেউ নিজেদের বাংলাদেশী বা রোহিঙ্গা বলে স্বীকার করতে বাধ্য হন। তখন তাঁদের ছেড়ে দিয়ে পরে বাংলাদেশ বুঝব্যাক করা হতো। কর্মীদের লুকিয়ে বাড়ি পাঠিয়ে দেন নাথুরাম। তারপর নিজেও লুকিয়ে চলে এসেছেন অশোকনগরে।

নিজের বাড়িতে বসে নাথুরামের প্রশ্ন, হিন্দুদের কাছে ভোট ভিক্ষা করে বিজেপি। অথচ যে হিন্দুদের ভোটে বিজেপির প্রার্থীরা বিধায়ক, সাংসদ হবেন, সেই ভোটারদেরই আজ দেশের নাগরিক বলতে চাইছে না বিজেপি সরকার। তাহলে তাঁদের ভোটে জেতা প্রার্থীরা বিধানসভায়, সংসদে গেলেন কী করে? বাংলা ভাষার উপর এই আক্রমণে দলমত নির্বিশেষে সবাইকে একজোট হয়ে প্রতিবাদের আর্জি জানিয়েছেন নাথুরাম।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...