Tuesday, August 12, 2025

ফের মহারাষ্ট্রে বাংলার শ্রমিকের রহস্যমৃত্যু! পরিবারের পাশে তৃণমূল

Date:

ফের বিজেপিশাসিত রাজ্যে বাংলার শ্রমিকের রহস্যমৃত্যু! মহারাষ্ট্রের (Maharastra) পুণেতে কাজ গিয়ে মৃত্যু হয় জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা দীপু দাস (Dipu Das)। পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। ডবলইঞ্জিনের রাজ্যে বাংলাভাষী শ্রমিকের রহস্যমৃত্যু নিয়ে সরব তৃণমূল।

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থা, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুণেতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন দীপু। সেখানেই মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। যে ঠিকাদারে অধীন কাজ করছিলেন, তিনি জানিয়েছেন, কাজ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন দীপু। কিন্তু পরিবারের অভিযোগ, তাঁর শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে। এর আগে মহারাষ্ট্রেই (Maharastra) বসিরহাটের এক পরিযায়ী শ্রমিক ‘খুন’ হন। সেই আবহে ফের মহারাষ্ট্রেই শ্রমিকের রহস্যমৃত্যু। শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় পরিবারের সঙ্গে দেখা করেন।

পরিবার জানায়, ১০ বছরের বেশি সময় ধরে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন দীপু। সোমবার তাঁর মায়ের মৃত্যু হয়। মঙ্গলবার মায়ের মৃত্যুর খবর দিতে গিয়ে পরিবার জানতে পারে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দীপুর। বুধবার ঠিকাদার সংস্থার থেকে বেশ কিছু ছবি পাঠানো হয়। সেখানে দেখা যায় শরীরে চোট আঘাতের পাশাপাশি গলাতেও আঘাত রয়েছে। পরিবারের তরফে খুনের অভিযোগ করা হচ্ছে।

শুক্রবার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সঙ্গে ছিলেন রাজগঞ্জের জয়েন বিডিও, জেলা পরিসদের সদস্য, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রশাসনের সহযোগিতা নিয়ে এদিনই দেহ আনতে পুণের উদ্দেশ্যে রওনা দেন দীপু রায়ের পরিবারের সদস্যরা।
আরও খবর: দিন বদল: ৮ নয় ৫ অগাস্ট ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version