বাঙালিদের উপর অত্যাচার মেনে নেওয়া যায় না, সাফ বার্তা নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। বৃহস্পতিবার শান্তিনিকেতনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তাঁর স্পষ্ট মন্তব্য, “বাঙালিদের উপর অত্যাচার হলে তো আমার আপত্তি থাকবেই। শুধু বাঙালি নয়, পাঞ্জাবি বা মারোয়াড়ি— কারও উপরেই হামলা সমর্থনযোগ্য নয়।”
তিনি বলেন, “সব মানুষকেই সম্মান দিতে হবে। দেশের মানুষের অধিকার আছে আনন্দে থাকার। সংবিধান বলছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের উপর অধিকার রয়েছে।”
তিনি আরও বলেন, “এই বাংলাতেই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম বাঙালি ভাষাতেই কথা বলেছেন, সাহিত্য রচনা করেছেন। সেই ভাষা ও সংস্কৃতির যথাযথ মর্যাদা দিতে হবে। সেটাই আমাদের দায়।” বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অমর্ত্য সেনের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তাঁর বক্তব্য, ‘ভাষা, জাতি বা অঞ্চলভিত্তিক বৈষম্য কখনোই গণতন্ত্রের মানসিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
আরও পড়ুন- ভারতের পণ্যে শুল্ক-হুঁশিয়ারির পরেই পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি ট্রাম্পের!
_
_
_
_
_
_
_
_
_
_
_
_
